নাসের হাসপাতালে চার সাংবাদিকসহ ১৯ জন প্রাণ হারালেন


ছবি : সংগৃহীত
গাজার দক্ষিণাঞ্চলে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন ফিলিস্তিনি সাংবাদিকও রয়েছেন, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আল-জাজিরা জানিয়েছে, সোমবারের হামলায় নিহতদের মধ্যে চারজন সাংবাদিক আছেন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের একটি বিবৃতিতে বলা হয়েছে, নাসের হাসপাতালে আরও চার সাংবাদিক নিহত হওয়ায় গাজায় শহীদ সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে। ওই সাংবাদিকরা প্রেস কাভারেজ মিশনে অবস্থানকালে হামলার শিকার হয়েছেন।
নাসের হাসপাতালের হামলায় মৃতদেহ ও আহতদের উদ্ধার করতে গাজার দমকল বাহিনী অভিযান চালায়। হামলার সময় বেসামরিক নাগরিকরাও হাসপাতালে উপস্থিত ছিলেন। ইসরাইলি বাহিনী প্রথমে বিস্ফোরক ভর্তি একটি ড্রোন দিয়ে হামলা চালায়, যা হাসপাতালের ছাদে আঘাত হানে। পরে সাংবাদিক ও উদ্ধারকর্মীদের ওপর আরও একবার হামলা চালানো হয়।
নিহত সাংবাদিকদের মধ্যে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি), আল-জাজিরা ও এনবিসি নেটওয়ার্কের চুক্তিভুক্ত ফটো সাংবাদিক রয়েছেন। আহতদের মধ্যে রয়টার্সের একজন সাংবাদিকও আছেন। নাসের হাসপাতালের চিকিৎসক ডাঃ সাবের আল-আসমা জানান, সীমিত চিকিৎসা সরঞ্জামের মধ্যেই তারা কাজ করছিলেন, এবং হামলার কারণে হাসপাতালের রোগীরা আতঙ্কগ্রস্ত হয়েছেন।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, জোড়া হামলায় নিহতের সংখ্যা ১৯। এতে চার সাংবাদিক এবং একজন দমকল কর্মী রয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী বা দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।