গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৬৩ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
২৪ আগস্ট, ২০২৫ এ ৩:০৫ এএম
ছবি:সংগৃহীত।

ছবি:সংগৃহীত।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর তীব্র হামলায় একদিনেই অন্তত ৬৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে মানবিক সহায়তা নিতে আসা ২২ জন বেসামরিক নাগরিকও ছিলেন। একই সময়ে খাদ্য সংকট ও অনাহারে আরও আটজনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, গাজাজুড়ে নির্বিচার হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। গাজা সিটির ভেতরে আরও গভীরে প্রবেশ করে দখল নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে তারা। প্রায় এক মিলিয়ন মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনার অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে।

শনিবার পাওয়া ফুটেজে দেখা যায়, ইসরাইলি ট্যাংক সাবরা এলাকায় প্রবেশ করেছে। এই দৃশ্য ইঙ্গিত দিচ্ছে যে স্থল অভিযান আরও ব্যাপক আকার ধারণ করছে। সাবরার পাশের জায়তুন এলাকাও গত এক সপ্তাহ ধরে হামলার শিকার হচ্ছে। আল-আহলি হাসপাতালের এক সূত্র জানিয়েছে, সর্বশেষ বিমান হামলায় ওই এলাকায় এক শিশুর মৃত্যু হয়েছে।

অন্যদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে বাস্তুচ্যুত পরিবারগুলোর আশ্রয়কেন্দ্রে গোলাবর্ষণ করে ইসরাইল। এতে অন্তত ১৬ জন নিহত হন, যাদের মধ্যে ছয় শিশু রয়েছে। এছাড়া মানবিক সহায়তা নিতে গিয়ে বিভিন্ন স্থানে গুলিতে প্রাণ হারান আরও কয়েকজন ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। নিহতদের মধ্যে ১১৪ জনই শিশু। স্বাস্থ্য মহাপরিচালক মুনির আল-বুরশ বলেন, ক্ষুধা প্রতিদিন শিশুদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে, হাসপাতাল ও তাবুগুলোকে রক্তাক্ত ট্র্যাজেডির দৃশ্যে পরিণত করছে।