ইসরাইলি আগ্রাসনে গাজায় ২১ হাজার শিশু পঙ্গু: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
৪ সেপ্টেম্বর, ২০২৫ এ ১০:১৯ এএম
ইসরায়েলি হামলায় দিনে পঙ্গু হচ্ছে শিশু। ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় দিনে পঙ্গু হচ্ছে শিশু। ছবি: সংগৃহীত

গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনে ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। সংস্থার ‘পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটিস’ বিষয়ক কমিটি জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত অন্তত ২১ হাজার শিশু পঙ্গুত্বের শিকার হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত এ তথ্যের সূত্র ডেইলি সাবাহ।

প্রতিবেদনে বলা হয়, প্রায় দুই বছরের যুদ্ধকালীন সময়ে মোট ৪০ হাজার ৫০০ শিশু গুরুতরভাবে আহত হয়েছে। এর মধ্যে অর্ধেকেরও বেশি স্থায়ীভাবে অক্ষম হয়ে গেছে। এ ভয়াবহ পরিসংখ্যান গাজার শিশুদের করুণ বাস্তবতাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরছে।

কমিটি জানায়, ইসরাইলি সেনাদের আক্রমণের সময় জারি করা সরিয়ে নেওয়ার নির্দেশ প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের জন্য কার্যত অপ্রযোজ্য ছিল। বিশেষ করে শ্রবণ বা দৃষ্টিপ্রতিবন্ধীরা নির্দেশনা বুঝতে না পারায় তারা নিরাপদ স্থানে সরে যেতে পারেননি। এতে অসংখ্য মানুষ অপ্রয়োজনীয়ভাবে মৃত্যুঝুঁকির মুখে পড়েন।

জাতিসংঘের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অনেক প্রতিবন্ধী ব্যক্তিকে অসম্মানজনক ও অনিরাপদ পরিস্থিতিতে পালাতে বাধ্য করা হয়। কেউ কেউ চলাফেরার সহায়তা ছাড়াই বালু ও কাদার মধ্যে হামাগুড়ি দিয়ে আশ্রয়ের সন্ধান করেছেন, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।

এছাড়া গাজায় মানবিক সহায়তা প্রবেশে সীমাবদ্ধতা প্রতিবন্ধীদের জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে। বিশুদ্ধ পানি, খাদ্য ও স্যানিটেশনের ঘাটতির কারণে তারা তীব্র সংকটে পড়েছেন এবং বেঁচে থাকার জন্য অন্যদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। জাতিসংঘ বলছে, এ পরিস্থিতি অব্যাহত থাকলে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য জীবনধারণই হয়ে উঠবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।