ইউক্রেনের এক ইঞ্চি জমিও ছাড় নয় - জেলেনস্কির হুঁশিয়ারি


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দেশের এক ইঞ্চি জমিও দখলদারদের কাছে ছাড় দেওয়া হবে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেলেনস্কির এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন যে, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে আঞ্চলিক ছাড় দেওয়া হতে পারে। ট্রাম্প জানান, শান্তিচুক্তির অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেন কিছু এলাকা অদলবদল করতে পারে। তার ভাষ্য অনুযায়ী, ‘এটি অত্যন্ত জটিল একটি বিষয়। কিছু এলাকা আমরা ফেরত আনব, আর কিছু পরিবর্তন হবে। উভয় পক্ষের স্বার্থেই এলাকা অদলবদল করা হবে। আমরা এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানাব।’
ট্রাম্প আরও ঘোষণা দেন যে, তিনি আগামী ১৫ আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠক করবেন। এই বৈঠকের উদ্দেশ্য হবে সম্ভাব্য শান্তি সমঝোতা আলোচনা। এ প্রসঙ্গে জেলেনস্কি দৃঢ় অবস্থান জানিয়ে বলেন, ‘ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা বা সমাধান শান্তির পরিপন্থি হবে।’ তিনি জোর দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস সম্ভব নয়।
২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করে রেখেছে। যদিও এ পর্যন্ত বড় কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি মস্কো, অপরদিকে ইউক্রেনের পাল্টা আক্রমণেও রুশ বাহিনীকে পুরোপুরি পিছু হটানো সম্ভব হয়নি।