আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা


আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প : ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। এই ভূমিকম্পের পরপরই সংশ্লিষ্ট এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (USGS) জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় বুধবার দুপুর ১২টা ৩৭ মিনিটে সংঘটিত হয়।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল স্যান্ড পয়েন্ট শহর থেকে প্রায় ৫৪ মাইল (৮৭ কিলোমিটার) দক্ষিণে এবং গভীরতা ছিল মাত্র ২০.১ কিলোমিটার। এটি ছিল একটি অগভীর ভূমিকম্প, যার প্রভাব তুলনামূলকভাবে বেশি হয়।
এই ভূমিকম্পের পর আলাস্কার দক্ষিণাঞ্চল এবং আলাস্কা উপদ্বীপজুড়ে সুনামি সতর্কতা জারি করে জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র।
কেন্দ্রটি জানায়, ‘সুনামির উপস্থিতি শনাক্ত করা হয়েছে এবং কিছু এলাকায় এর প্রভাব পড়তে পারে।’
সতর্কবার্তায় বলা হয়, ‘আলাস্কার কেনেডি এন্ট্রান্স (হোমার শহর থেকে ৪০ মাইল দক্ষিণ-পশ্চিমে) থেকে ইউনিম্যাক পাস (উনালাস্কার ৮০ মাইল উত্তর-পূর্বে) পর্যন্ত প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই সতর্কতা কার্যকর থাকবে।’
তবে সুনামির প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, আলাস্কার বাইরের অন্যান্য অঞ্চলে তাৎক্ষণিকভাবে কোনো সতর্কতা জারি করা হয়নি।