তানজানিয়ায় বাস ও মিনিবাস সংঘর্ষে ৩৮ জন নিহত

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
৩০ জুন, ২০২৫ এ ১২:২৬ এএম
তানজানিয়ার কিলিমাঞ্জারো অঞ্চলের সাবাসাবাতে দুটি বাসের সংঘর্ষ। ছবি : সংগৃহীত

তানজানিয়ার কিলিমাঞ্জারো অঞ্চলের সাবাসাবাতে দুটি বাসের সংঘর্ষ। ছবি : সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় একটি যাত্রীবাহী বাস ও একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন। সংঘর্ষের পর দুটি গাড়িতে আগুন ধরে গেলে এই ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৮ জুন) সন্ধ্যায় কিলিমাঞ্জারো অঞ্চলের সাবাসাবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, চলন্ত অবস্থায় বাসটির একটি টায়ার পাংচার হলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান, যার ফলে বিপরীত দিক থেকে আসা মিনিবাসটির সঙ্গে সংঘর্ষ ঘটে।

রোববার (২৯ জুন) প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনায় ৩৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন নারী। আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় এখন পর্যন্ত ৩৬টি মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি।

বিবৃতিতে আরও জানানো হয়, আহতদের মধ্যে ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে ছয়জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ।

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি সড়ক নিরাপত্তা মেনে চলার ওপর জোর দেন তিনি।

উল্লেখ্য, তানজানিয়ায় সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে দেশটিতে আনুমানিক ১৩ হাজার থেকে ১৯ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, যা সরকারের দেওয়া সংখ্যার তুলনায় অনেক বেশি।

 

আজকের প্রথা/এআর