হামাস আজ মুক্তি দেবে ২০ ইসরাইলি জিম্মি


আন্তর্জাতিক রেডক্রসের তত্ত্বাবধানে মুক্তি পেতে চলেছেন ইসরাইলি জিম্মিরা। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস আজ (সোমবার, ১৩ অক্টোবর) একসঙ্গে ২০ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে। দীর্ঘ প্রস্তুতির পর এই মুক্তি কার্যক্রমের সমস্ত প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
আলজাজিরা আরও জানায়, ২০২৩ সালের নভেম্বর এবং ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যেভাবে হামাস জিম্মিদের মুক্তি দিয়েছিল, এবারও ঠিক একই পদ্ধতি অনুসরণ করা হবে। প্রথমে হামাস জিম্মিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির কাছে হস্তান্তর করবে। পরবর্তীতে রেডক্রস তাদের ইসরাইলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে।
ইসরাইলি সেনারা মুক্তিপ্রাপ্ত জিম্মিদের দক্ষিণ ইসরাইলের সামরিক ঘাঁটিতে নিয়ে যাবে। সেখানে তাদের প্রাথমিক পরিচয় যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে। এরপর হেলিকপ্টারের মাধ্যমে জিম্মিদের হাসপাতালে স্থানান্তর করা হবে, যেখানে তারা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
চুক্তি অনুযায়ী, হামাসের কাছ থেকে জিম্মিদের বুঝে পাওয়ার পর ইসরাইল মোট ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। তারা দীর্ঘদিন ধরে দখলদার ইসরাইলের বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন। এই বন্দিদের পাশাপাশি আরও দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে তেল আবিব, যাদের গাজা উপত্যকা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল।
গত শুক্রবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির অংশ হিসেবেই এই জিম্মি বিনিময় কার্যক্রম সম্পন্ন হচ্ছে। চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর ৭২ ঘণ্টার মধ্যেই হামাসকে জিম্মিদের মুক্তি দিতে হবে।










