মিয়ানমারে বৌদ্ধ উৎসবে জান্তার হামলায় নিহত ৪০


ছবি: সংগৃহীত
মিয়ানমারের মধ্যাঞ্চলীয় চাউং উ শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তাবিরোধী বিক্ষোভ চলাকালে সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৮০ জন, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার (৭ অক্টোবর) প্রত্যক্ষদর্শীদের বরাতে জানায়, সোমবার সন্ধ্যায় থাদিঙ্গুত পূর্ণিমা উৎসব উপলক্ষে শত শত মানুষ চাউং উ শহরের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন। উৎসবের পাশাপাশি জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করলে হঠাৎ করেই আকাশ থেকে সেনাবাহিনী বোমা বর্ষণ শুরু করে।
অনুষ্ঠানের আয়োজক কমিটির এক নারী সদস্য বলেন, হঠাৎ এক মোটরচালিত প্যারাগ্লাইডার থেকে দুটি শক্তিশালী বোমা ফেলা হয়, যা মুহূর্তেই ভয়াবহ ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। তিনি আরও জানান, হামলার পর শিশুদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়, অনেককে শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধ চলছে। গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা সশস্ত্র জাতিগত গোষ্ঠীগুলোর সঙ্গে একত্র হয়ে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।
এএফপিকে এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমার দুই সহযোদ্ধা আমার সামনেই নিহত হন, আরও অনেকে ঘটনাস্থলেই প্রাণ হারান।” তিনি মঙ্গলবার নয়জন নিহতের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন বলেও জানান।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, হামলায় অন্তত ৪০ জনের মৃত্যু নিশ্চিত করা গেছে। তবে মঙ্গলবার রাত পর্যন্ত জান্তা সরকারের পক্ষ থেকে এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আগামী ২৮ ডিসেম্বর মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে জাতিসংঘের এক বিশেষজ্ঞ এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, এটি সামরিক শাসনকে বৈধ করার এক প্রতারণামূলক প্রচেষ্টা। অন্যদিকে, বিদ্রোহীরা ইতোমধ্যেই নির্বাচনের বিরোধিতা ও প্রতিরোধের ঘোষণা দিয়েছে।










