মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও তেল বিক্রি করছে-ইরান

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
৫ আগস্ট, ২০২৫ এ ৩:৪৩ এএম
আলোচনার বাইরেও অর্থনৈতিক ভিত্তি মজবুত ইরানের। ছবি : সংগৃহীত

আলোচনার বাইরেও অর্থনৈতিক ভিত্তি মজবুত ইরানের। ছবি : সংগৃহীত

ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জোর দিয়ে বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও ইরান তার তেল বিক্রি অব্যাহত রেখেছে এবং এই সক্ষমতা প্রমাণ করে যে, দেশের অর্থনীতি আলোচনার ওপর নির্ভরশীল নয়।

গতকাল (৪ আগস্ট) এক বক্তব্যে ঘারিবাবাদি বলেন, “ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে আলোচনা করতে চায়, তার মধ্যে অন্যতম হলো নিষেধাজ্ঞা প্রত্যাহার। তবে আমাদের অর্থনৈতিক সম্ভাবনা ও তেল রপ্তানি কোনোভাবেই কেবল আলোচনার সফলতার ওপর নির্ভর করে না।”

তিনি আরও বলেন, “আমরা এমন একটি বিশ্বে বসবাস করি, যেখানে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আন্তঃসংযুক্ত। তবে ইরান নিজস্ব কৌশলে প্রতিবেশী দেশসহ বিভিন্ন মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছে এবং নিষেধাজ্ঞার মাঝেও তেল বিক্রি করে চলেছে। যুক্তরাষ্ট্র আমাদের তেল বিক্রি শূন্যে নামিয়ে আনতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে।”

ঘারিবাবাদি বলেন, “আমরা আমাদের জাতীয় স্বার্থ ও অর্থনীতিকে আলোচনার টেবিলে আবদ্ধ রাখতে চাই না। আলোচনা যদি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ উন্মুক্ত করে, তবে সেটি স্বাগত জানানো হবে। কিন্তু যদি এটি অপব্যবহারের ক্ষেত্র হয়, তাহলে আমাদের বিকল্প পথ খুঁজতে হবে এবং আমরা তা করছি।”

তিনি বলেন, “আমরা ভাগ্যকে আলোচনার সঙ্গে বাঁধতে রাজি নই। আমাদের স্বনির্ভর অর্থনীতি গঠনের লক্ষ্যেই আমরা এগোচ্ছি।”