বিশ্বের সেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় তারেক রহমান! পেছনে ফেললেন ট্রাম্পকেও

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
১৮ জানুয়ারী, ২০২৬ এ ৮:৫৯ এএম
ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় স্থান পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় স্থান পাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় স্থান করে নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক সামাজিক মাধ্যম বিশ্লেষণকারী ওয়েবসাইট ‘সোশ্যাল ব্ল্যাড’-এর প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তিনি ৬৩তম অবস্থানে রয়েছেন। কনটেন্টের জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে তৈরি এই তালিকায় তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও পেছনে ফেলেছেন।

রোববার (১৮ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সোশ্যাল ব্ল্যাডের সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী তারেক রহমানের অবস্থান ট্রাম্পের চেয়ে চার ধাপ এগিয়ে। কনটেন্ট প্রকাশের সংখ্যা ও ব্যবহারকারীদের এনগেজমেন্ট—এই দুই সূচকেই তারেক রহমান বর্তমানে বেশি এগিয়ে রয়েছেন।

সোশ্যাল ব্ল্যাডের তথ্য অনুযায়ী, তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে বর্তমানে ৫৫ লাখ ৭৬ হাজারের বেশি লাইক রয়েছে। একই সঙ্গে তার পেজের এনগেজমেন্ট বা আলোচনার মাত্রা ১৬ লাখ ৪৮ হাজারেরও বেশি, যা একটি রাজনৈতিক ফেসবুক পেজের জন্য উল্লেখযোগ্য বলে মনে করছেন বিশ্লেষকরা।

চমৎকার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সোশ্যাল ব্ল্যাড তারেক রহমানের ফেসবুক পেজকে ‘এ++’ (A++) গ্রেড দিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, গত ১৪ দিনে তার পেজে প্রায় ৪৮ হাজার নতুন লাইক যুক্ত হয়েছে এবং দৈনিক গড়ে ৩৯ হাজারের বেশি লাইক বৃদ্ধি পাচ্ছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ফেসবুক পেজগুলোর মধ্যে তারেক রহমানের পেজ বর্তমানে অন্যতম। সোশ্যাল ব্ল্যাডের সংজ্ঞা অনুযায়ী, যেসব ব্যক্তিকে ঘিরে ফেসবুকে সবচেয়ে বেশি আলোচনা হয় এবং যাদের কনটেন্ট ব্যাপকভাবে শেয়ার হয়, তাদেরই শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

এই র‌্যাঙ্কিংয়ের মাধ্যমে তারেক রহমান আন্তর্জাতিক অঙ্গনে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে তার ডিজিটাল উপস্থিতি আরও বিস্তৃত হবে বলেও ধারণা করা হচ্ছে।