গাজাবাসীকে দক্ষিণ সুদানে স্থানান্তরের পরিকল্পনায় ইসরায়েল


গাজার আল-মাওয়াসি আশ্রয়শিবিরে পানির পাত্র বহন করে নিয়ে যাচ্ছে শিশুরা। ছবি : সংগৃহীত
গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের পূর্ব আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ দক্ষিণ সুদানে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে ইসরায়েল আলোচনা চালাচ্ছে। হামাসের বিরুদ্ধে টানা ২২ মাসের সামরিক অভিযানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অভিবাসন ত্বরান্বিত করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এ পদক্ষেপের কথা বিবেচনা করছে তারা।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে অবগত ছয়জন ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আলোচনা কোন পর্যায়ে আছে, তা এখনও পরিষ্কার নয়। পরিকল্পনাটি কার্যকর হলে, একটি সংঘাতপূর্ণ অঞ্চল থেকে আরেকটি যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে জনগণকে সরিয়ে নেওয়া হবে—যা মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুলতে পারে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছা প্রকাশ করেছেন, যেখানে গাজার অধিকাংশ জনগণের পুনর্বাসনের কথা উল্লেখ আছে। তিনি এটিকে ‘স্বেচ্ছা অভিবাসন’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে ইসরায়েল অন্যান্য আফ্রিকান দেশের সঙ্গেও অনুরূপ প্রস্তাব নিয়ে আলোচনা করছে।
তবে ফিলিস্তিনিদের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশির ভাগ দেশ ও মানবাধিকার সংস্থাগুলো এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, এটি আসলে জোরপূর্বক উচ্ছেদের কৌশল, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
অন্যদিকে দক্ষিণ সুদান এই পরিকল্পনার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সুযোগ বৃদ্ধির চেষ্টা করতে পারে। এর আগে ২০১১ সালের স্বাধীনতার পূর্বে দীর্ঘ গৃহযুদ্ধ চলাকালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দক্ষিণ সুদানের বিদ্রোহীদের সহায়তা করেছিল বলে জানা যায়।