ভারতের গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু


গোয়ার আরপোরা এলাকার আগুনে পুড়ে যাওয়া নাইটক্লাবের ধ্বংসস্তূপ। ছবি: সংগৃহীত
উত্তর গোয়ার আরপোরা এলাকার একটি জনপ্রিয় নাইটক্লাবে শনিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার (৭ ডিসেম্বর) ভোরে ঘটনাটি নিশ্চিত করেন। আগুন লাগার সময় ক্লাবে স্থানীয় বাসিন্দা ও পর্যটক মিলিয়ে বহু মানুষ উপস্থিত ছিলেন।
পিটিআইয়ের তথ্য অনুযায়ী, মধ্যরাতে ‘বার্চ বাই রোমিও লেন’ নামের ওই ক্লাবে আচমকা আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরিত একটি গ্যাস সিলিন্ডার থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আগুন লাগার পর মুহূর্তেই ধোঁয়ায় ভরে যায় পুরো ভবন, ফলে অনেকেই বের হতে পারেননি। নিহতদের মধ্যে কয়েকজন বিদেশি পর্যটকও রয়েছেন।
মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, “আজ গোয়ার জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি দিন। আরপোরার বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি গোটা রাজ্যকে শোকাহত করেছে।” তিনি জানান, তিনি সরাসরি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছেন এবং দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। “যারা দায়ী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে,” তিনি যোগ করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী জানান, তিনজন দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক ছিলেন, যারা ছুটি কাটাতে গোয়ায় এসেছিলেন।
এএনআই জানিয়েছে, দমকল কর্মীরা দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গোয়ার পুলিশ মহাপরিচালক অলোক কুমার নিশ্চিত করেছেন যে সকল মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।
ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত ক্লাবটি সিলগালা করে রাখা হয়েছে। প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে ফরেনসিক দল কাজ করছে এবং প্রয়োজন হলে গ্রেফতারও করা হবে।








