চীনের সঙ্গে পাকিস্তানের ৮.৫ বিলিয়ন ডলারের চুক্তি


পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: সংগৃহীত
চীনের সঙ্গে পাকিস্তানের ৮.৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বেইজিং সফরকালে এসব চুক্তি ও এমওইউ সম্পন্ন হয়। একে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) পাকিস্তানি সংবাদমাধ্যম সামাটিভির এক প্রতিবেদনে জানানো হয়, সফরে অংশ নেওয়া পাকিস্তানি ও চীনা কোম্পানিগুলোর মধ্যে ১.৫ বিলিয়ন ডলারের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তি দ্বিপাক্ষিক বাণিজ্য, শিল্প সহযোগিতা ও বিনিয়োগ খাতকে আরও সম্প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এসব চুক্তিকে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার ভিত্তি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পাকিস্তান-চীন সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচন হলো, যা ভবিষ্যতের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
এছাড়া ৭ বিলিয়ন ডলারের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দুই দেশ। এসব এমওইউর আওতায় অবকাঠামো উন্নয়ন, শিল্প সম্প্রসারণ ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে প্রকল্প হাতে নেওয়া হবে। পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন কর্মকাণ্ডে এর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে আশা প্রকাশ করা হয়।
শাহবাজ শরিফ জানান, এই চুক্তি ও সমঝোতা স্মারকগুলো বাস্তবায়নের জন্য একটি কার্যকর ব্যবস্থা গঠন করা হয়েছে। এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সফরের শেষে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, পাকিস্তান এই লক্ষ্যগুলো অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে এবং দুই দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে আনবে।