Something went wrong

ইতিহাসে ৭ ডিসেম্বরের উল্লেখযোগ্য ঘটনাসমূহ -যা অবশ্যই জানা উচিত

আন্তর্জাতিক ডেষ্ক
আন্তর্জাতিক ডেষ্ক
৭ ডিসেম্বর, ২০২৫ এ ৪:১০ এএম
ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যুর স্মরণে ৭ ডিসেম্বরের দিনপঞ্জি। ছবি: সংগৃহীত

ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যুর স্মরণে ৭ ডিসেম্বরের দিনপঞ্জি। ছবি: সংগৃহীত

আজ ৭ ডিসেম্বর ২০২৫, রোববার। ইতিহাসের এই দিনে বিশ্বজুড়ে সংঘটিত হয়েছে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক ঘটনা; জন্ম নিয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব, আবার প্রস্থান করেছেন বহু গুণীজন। অতীতকে মনে করিয়ে দেওয়া এসব ঘটনাই নতুন প্রজন্মকে শেখায় কীভাবে বিশ্ব এগিয়েছে এবং কোন সিদ্ধান্তগুলো ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছে।

ইতিহাসের দিনপঞ্জি অনুযায়ী, ১৭৮২ সালের এই দিনে টিপু সুলতান মহীশূরের রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। তার নেতৃত্ব উপমহাদেশের রাজনৈতিক পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ১৮৫৬ সালে সমাজ সংস্কার আন্দোলনে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যক্ষ উপস্থিতিতে প্রথম বিধবা বিবাহ সম্পন্ন হয়।

১৮৭২ সালে বাংলার নাট্যাঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হয় যখন প্রতিষ্ঠিত হয় ‘ন্যাশনাল থিয়েটার’। ঠিক সেখানেই প্রথম মঞ্চায়িত হয় দীনবন্ধু মিত্রের বিখ্যাত নীল দর্পণ নাটক। ১৮৮৯ সালে বিশ্বের প্রথম অটোমোবাইল নির্মিত হওয়ায় মানবসভ্যতার প্রযুক্তিগত অগ্রযাত্রায় শুরু হয় নতুন অধ্যায়।

বিশ্ব রাজনীতির গতিপথেও এই তারিখের গুরুত্ব রয়েছে। ১৯১৭ সালে যুক্তরাষ্ট্র অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবারে আকস্মিক হামলা চালালে বিশ্বযুদ্ধের মোড় ঘুরে যায়। দক্ষিণ এশিয়ার ইতিহাসেও দিনটি তাৎপর্যপূর্ণ—১৯৭০ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

১৯৭১ সালের ৭ ডিসেম্বর ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, যা মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক সমর্থনের পথ আরও সুগম করে। ১৯৭২ সালে চাঁদে অ্যাপোলোর শেষ মিশন ‘অ্যাপোলো–১৭’ যাত্রা শুরু করে। আর ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত হয় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন, যা আঞ্চলিক সহযোগিতার নতুন ইতিহাস রচনা করে।

এ দিনে জন্মগ্রহণ করেছেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব—১৮৭৯ সালে বাঘা যতীন, ১৮৯৩ সালে অভিনেত্রী ফে বেইন্টার, ১৯২৮ সালে খ্যাতিমান ভাষাবিদ নোম চমস্কি, ১৯৩৩ সালে বাঙালি সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় (শঙ্কর)সহ আরও অনেকে। অন্যদিকে ১৭৮২ সালে মহীশূরের যোদ্ধা হায়দার আলী এবং ১৯৯১ সালে বাংলাদেশের রাজনীতিবিদ আতাউর রহমান খানসহ অনেক গুণীজন মৃত্যুবরণ করেন।

এ ছাড়া ৭ ডিসেম্বর ভারতে পালিত হয় সশস্ত্র বাহিনীর পতাকা দিবস এবং বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক অসামরিক বিমান পরিবহন দিবস, যা বৈশ্বিক বিমান সুরক্ষা ও সংযোগের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।

ইতিহাসের প্রতিটি দিনই অতীতের মূল্যবান অভিজ্ঞতা নিয়ে বর্তমানকে সমৃদ্ধ করে। ৭ ডিসেম্বরের ঘটনাপঞ্জি আমাদের মনে করিয়ে দেয়—বিশ্বের পরিবর্তন ও অগ্রগতি আসে অসংখ্য মানুষের অবদান, সংগ্রাম এবং সময়চিহ্নিত নানা সিদ্ধান্তের মধ্য দিয়ে।