৯৮০০ কোটি টাকা খরচের পরও সমাধান হয়নি চট্টগ্রামের জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই, ২০২৫ এ ৩:৪০ এএম
চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পে ১৪ হাজার কোটি টাকার ব্যর্থতা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পে ১৪ হাজার কোটি টাকার ব্যর্থতা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে ৯ হাজার ৮০০ কোটি টাকা খরচের পরও জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী। ২০১৭ সাল থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এ নিয়ে কাজ শুরু করলেও প্রকল্পের দীর্ঘসূত্রিতা, সমন্বয়হীনতা এবং দুর্নীতির অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে প্রকল্পটি।

জলাবদ্ধতা নিরসনে ১৪ হাজার কোটি টাকার চারটি প্রকল্প হাতে নেওয়া হলেও বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন এলাকা ডুবে যায়। সোমবার সকালে মাত্র ৬৪ মিলিমিটার বৃষ্টিতেই অনেক এলাকায় কোমরসমান পানি জমে যায়। যানবাহনের অভাবে মানুষ রাস্তায় নৌকা দিয়ে চলাচল করে। বাসা-বাড়িতেও পানি ঢুকে পড়ে।

চউকের প্রকল্পের মধ্যে ৫ হাজার ৫৭ কোটি টাকা ব্যয়ে খাল পুনঃখনন, সম্প্রসারণ ও সংস্কার, ২ হাজার ৩২৮ কোটি টাকায় নদী তীরে জলকপাট নির্মাণ, ১ হাজার ২৭০ কোটি টাকায় নতুন খাল খনন, এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে ১ হাজার ১৯৫ কোটি টাকার কাজ চলছে। ৩৬টি খালের মধ্যে ২৫টির কাজ শেষ হয়েছে, কিছু খালের কাজ এখনও শুরু হয়নি।

পরিবেশবিদ ড. মুহাম্মদ ইদ্রিস আলী বলেন, “জলাবদ্ধতা প্রকল্প নিয়ে সবাই কেবল বাণিজ্যই করেছে। কেউই স্থায়ী সমাধানে আগ্রহী নয়।” তিনি জানান, নগরীর খালগুলোর পানি ধারণ ক্ষমতা নিয়ে কোনো সমীক্ষাও হয়নি।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ও চউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম জানান, বর্ষা শেষে আগস্ট থেকে আবার কাজ শুরু হবে। কাজ শেষ হলে জলাবদ্ধতা নিরসনে সুফল মিলবে বলে আশা করা হচ্ছে।