বৃক্ষরোপণ অভিযান  মধুপুর উপজেলা প্রশাসনের

আরশেদ আলম (ভ্রাম্যমাণ) প্রতিনিধি
আরশেদ আলম (ভ্রাম্যমাণ) প্রতিনিধি
১৭ জুলাই, ২০২৫ এ ২:২০ পিএম
মধুপুর উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ অভিযান ছবি : আজকের প্রথা

মধুপুর উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ অভিযান ছবি : আজকের প্রথা

টাঙ্গাইলের মধুপুরে "পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এই স্লোগানে বৃক্ষরোপণ অভিযান  করেছে  উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ অভিযান চলে। পৌর এলাকার চাড়ালজানী নির্মাণাধীন আইটি পার্ক  হতে কাকরাইদ ব্রীজ পর্যন্ত বনজ বৃক্ষের চারা লাগিয়ে এ কর্মসূচি পালিত হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মো. জুবায়ের হোসেন ৷ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা  রকিব আল রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবি এম খায়রুল আলম, নার্সারি উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবু হানিফ। এ ছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, নার্সারি মালিক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 কৃঞ্চচুড়া, রাধাচূড়া, জারুল, চিত্রসী, তাল, সোনালু, হরিতকি, আমলকি ও বহেরাসহ বিভিন্ন  প্রজাতির বনজ, ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয় কর্মসূচিতে।

বৃক্ষরোপণ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মো. জুবায়ের হোসেন যার যার অবস্থান থেকে নিজ নিজ আঙিনায় অন্তত একটি করে বৃক্ষের চারা রোপণের আহবান জানান। তিনি উল্লেখ করেন, পরিবেশ রক্ষার পাশাপাশি  টাঙ্গাইল - ময়মনসিংহ আঞ্চলিক এই মহাসড়কের সৌন্দর্য বর্ধনে চারাগুলো লাগানো হলো। এ চারা পরিপূর্ণ আকার হওয়া পর্যন্ত সকলের সহযোগিতা প্রত্যশা করেছেন তিনি।
 

আজকের প্রথা/ইতি