ঢাকায় হতে পারে থেমে থেমে হালকা বৃষ্টি


ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকায় কাল থেকেই শুরু হয়েছে টানা বৃষ্টিপাত। রোববার সকাল থেকেই মেঘলা আকাশে থেমে থেমে বৃষ্টি হতে দেখা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারা দিন ধরেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে ঢাকাসহ আশপাশের এলাকায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে আসতে পারে বলেও জানানো হয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবেও ধরা হয়েছে। এদিকে শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া আজ ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ রেকর্ড করা হয়েছে ৯৩ শতাংশ। গতকাল শনিবার ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ২ মিলিমিটার। আবহাওয়া অফিসের তথ্যমতে, সামনের ক’দিন ঢাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।
রাজধানীর বাসিন্দাদের জন্য সুখবর হলো, বৃষ্টিপাতের কারণে তীব্র গরম কিছুটা প্রশমিত হবে। তাপমাত্রা কমে যাওয়ায় আরামদায়ক আবহাওয়া ফিরে আসতে পারে বলে আশা করা হচ্ছে। তবে একইসঙ্গে নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে বজ্রপাতের বিষয়ে।