আজও হালকা বৃষ্টির আভাস, ২৪ ঘণ্টায় ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টি


বৃষ্টির দিনে ছাতা হাতে রাস্তা পার হচ্ছে এক মহিলা । ছবিঃ সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৪ জুলাই) সকাল ৭টা পর্যন্ত পরিমাপ করা এই বৃষ্টিপাতের ধারা আজও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং দিনের কিছু সময় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আজ সকালে ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ঢাকায় তা তুলনামূলক কম।
আজকের প্রথা/এআর