সিনেমা না হলেও আলোচনায় থাকছেন পরীমনি

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৯ জানুয়ারী, ২০২৬ এ ৬:৩৩ পিএম
ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি । ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি । ছবি : সংগৃহীত

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি। ২০১৩ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে ধীরে ধীরে ঢালিউডের প্রধান নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে তারকা খ্যাতি থাকা সত্ত্বেও সিনেমা দুনিয়ায় কাঙ্ক্ষিত ধারাবাহিক সফলতা এখনও তার জন্য অনস্বীকার্য।

গেল বছর পরীমনির কোনো সিনেমা মুক্তি পায়নি। ‘ডোডোর গল্প’ নামের একটি চলচ্চিত্রের শুটিং শেষ হলেও মুক্তির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পরিচালক বা প্রযোজক প্রতিষ্ঠান থেকে আসেনি। তার সর্বশেষ সিনেমা ২০২৩ সালে মুক্তি পায়, কিন্তু সেই বছরের তিনটি চলচ্চিত্রই ব্যবসা বা দর্শকের দিক থেকে উল্লেখযোগ্য সাফল্য পায়নি।

পরীমনির ব্যক্তিজীবনও তার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রেম, সম্পর্ক, পারিবারিক বিষয় এবং ব্যক্তিগত সিদ্ধান্তগুলো থেকে সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে নিত্যনতুন আলোচনা–সমালোচনা তৈরি হয়। বিশেষ করে ২০২৩ সালে তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে তার সম্পর্ক এবং মামলার ঘটনা মিডিয়ায় ভাইরাল হয়।

সিনেমার বাইরে পরীমনি অনলাইনে ‘বডি’ নামে মাতৃত্বকালীন পোশাকের ব্যবসা চালু করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে পোশাক পরে ছবি ও ভিডিও পোস্ট করে ভক্তদের মনোযোগ আকর্ষণ করছেন। দেশের নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি ফেসবুক অনুসারী থাকা সত্ত্বেও তার সিনেমা এখনো ব্লকবাস্টার হয়নি।

ঢালিউড সংশ্লিষ্টরা মনে করছেন, পরীমনি হয়তো সিনেমার প্রতি অতটা মনোযোগী নন। সিনেমার বাইরে অতিরিক্ত ব্যস্ততা এবং ব্যক্তিজীবনের আলোচনার কারণে রুপালি পর্দায় কাঙ্ক্ষিত সাফল্য এখনও আসেনি। এই সময়ে তার উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

বর্তমানে ‘ডোডোর গল্প’ শেষ হলেও মুক্তি পায়নি, ‘গোলাপ’ ঘোষণা পর্যায়ে রয়েছে, এবং ২০২০ সালে থেমে থাকা ‘প্রীতিলতা’ ছবির শুটিং আবার শুরু হতে যাচ্ছে।

সিনেমা বিশেষজ্ঞদের মতে, ঢাকাই সিনেমার গ্ল্যামারাস এই নায়িকা তারকাখ্যাতি বজায় রাখতে চাইলে সিনেমার দিকে আরও বেশি মনোযোগী হতে হবে। ভক্ত ও দর্শকের কাছে তার জনপ্রিয়তা ব্যাপক হলেও সিনেমার কার্যক্রম থেকে দূরে থাকলে রুপালি পর্দায় প্রভাব বজায় রাখা কঠিন।

পরীমনির ক্যারিয়ার ইতিমধ্যেই এক দশকের বেশি সময় পেরিয়েছে, তবে ধারাবাহিক সফলতা না আসার প্রধান কারণ চলচ্চিত্রের প্রতি সীমিত মনোযোগ। তারকাখ্যাতি থাকলেও সিনেমা ছাড়াও বাইরের কর্মকাণ্ডে বেশি মনোযোগ দেওয়ায় কাঙ্ক্ষিত ধারাবাহিক সাফল্য তিনি এখনো পাননি।