ঢালিউডে নতুন ইতিহাস

শাকিব খানের পারিশ্রমিক নিয়ে মুখ খুললেন ‘প্রিন্স’ প্রযোজক

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
২৫ আগস্ট, ২০২৫ এ ৬:৩৭ এএম
শাকিব খানের সঙ্গে প্রযোজক শিরিন সুলতানা। ছবি : সংগৃহীত

শাকিব খানের সঙ্গে প্রযোজক শিরিন সুলতানা। ছবি : সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় মেগাস্টার শাকিব খান সম্প্রতি ঘোষণা দিয়েছেন তার নতুন সিনেমার নাম। ‘প্রিন্স’ শিরোনামের এই ছবির প্রথম লুক ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে, যা ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। সিনেমাটির গল্প, নির্মাণ এবং বিশেষ করে শাকিব খানের পারিশ্রমিক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

গুঞ্জন রয়েছে, ‘প্রিন্স’ (ওয়ান্স আপন আ টাইম) ছবির জন্য শাকিব খান নিয়েছেন প্রায় ৩ কোটি টাকা। ঢালিউড ও টলিউড মিলে দুই বাংলার চলচ্চিত্র শিল্পে এত বড় অঙ্কের পারিশ্রমিক পাওয়ার নজির এ পর্যন্ত আর কারও নেই। এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ছবির প্রযোজক, ক্রিয়েটিভ ল্যান্ডের কর্ণধার শিরিন সুলতানা।

তিনি গণমাধ্যমকে বলেন, “শাকিব খানের এই পারিশ্রমিক সম্পূর্ণ প্রাপ্য। তিনি যেটুকু ডিজার্ভ করেন সেটিই তাকে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই তার আগের সিনেমাগুলোর তুলনায় পারিশ্রমিক কিছুটা বেশি হয়েছে, আর সেটি হওয়াটাই যুক্তিযুক্ত।”

শিরিন সুলতানা আরও জানান, “গত কয়েক বছরে শাকিব ভাইয়ের প্রতিটি সিনেমা আমি মনোযোগ দিয়ে দেখেছি। তিনি প্রতিটি চরিত্রে নিজেকে নতুনভাবে হাজির করেছেন। আমরা যখন তাকে ‘প্রিন্স’ সিনেমার গল্প শুনাই, তিনি মনোযোগ দিয়ে প্রায় ৪৫ মিনিটের মধ্যে সবটা শুনলেন। মনে হচ্ছিল গল্পটা তিনি যেন মুখস্থ করে ফেলেছেন। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাধনার ফলেই তিনি আজ এই অবস্থানে।”

সম্প্রতি মুক্তি পাওয়া ছবিটির ফার্স্টলুক পোস্টারে দেখা যায়, সশস্ত্র একদল মানুষের মাঝখানে দাঁড়িয়ে আছেন শাকিব খান, দু’হাতে দুটি পিস্তল উঁচিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে। পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে— “ঘোষণা হলো এক নতুন অধ্যায়ের— শহর চিনবে তার আসল নায়ককে।”

‘প্রিন্স’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নেমেছে ক্রিয়েটিভ ল্যান্ড। ছবিটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ, যিনি এর আগে শতাধিক ফিকশন ও ডকুমেন্টারি নির্মাণ করেছেন। তবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে এটিই তার অভিষেক কাজ হতে যাচ্ছে। দর্শকরা ইতোমধ্যেই শাকিব খান অভিনীত এই ছবির জন্য আগ্রহ প্রকাশ করেছেন।