মারা গেছেন নব্বইয়ের দশকের ঢাকাই চলচ্চিত্রের নায়িকা বনশ্রী


ছবি : সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাহিনা শিকদার বনশ্রী আর নেই। রঙিন পর্দায় আলো ছড়ানো এই অভিনেত্রী জীবনের শেষ সময় কাটিয়েছেন বস্তির মতো পরিবেশে। অবশেষে সব সংগ্রামের ইতি টেনে চলে গেলেন না ফেরার দেশে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেন তিনি।
মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরের চর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে ১৯৭৪ সালের ২৩ আগস্ট বনশ্রীর জন্ম। ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। সেই আগ্রহ নিয়েই ১৯৯৪ সালে ঢাকাই সিনেমায় পা রাখেন।
বনশ্রীর অভিষেক ঘটে ‘সোহরাব-রুস্তম’ সিনেমার মাধ্যমে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনীত এই ছবিটি ব্যবসায়িকভাবে সফল হয় এবং তাকে রাতারাতি পরিচিতি এনে দেয়। পরবর্তীতে তিনি নায়ক মান্না, আমিন খান, রুবেলসহ তৎকালীন জনপ্রিয় তারকাদের বিপরীতে অভিনয় করেন। নব্বইয়ের দশকের ‘মহা ভূমিকম্প’-এর মতো আলোচিত সিনেমাতেও তাকে দেখা গেছে।
তবে ক্যারিয়ারের সোনালি অধ্যায় বেশিদিন স্থায়ী হয়নি। ব্যক্তিগত জীবনের নানা ঘাত-প্রতিঘাত, শহুরে জীবনের কঠিন বাস্তবতা এবং জীবিকার টানাপোড়েনে চলচ্চিত্র থেকে দূরে সরে যান বনশ্রী। জীবনের শেষ সময় তিনি ফিরে আসেন নিজ জন্মভূমি মাদারীপুরের শিবচরে। আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে ছেলে মেহেদী হাসান রোমিওকে নিয়ে দিন কাটাচ্ছিলেন এই অভিনেত্রী।
চলচ্চিত্রপাড়ায় এখনো তাকে স্মরণ করা হয় নব্বইয়ের দশকের উজ্জ্বল নায়িকা হিসেবে। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।