নুরের ওপর হামলা নিয়ে আসিফ আকবরের ফেসবুক পোস্ট ভাইরাল


আসিফ আকবর। ছবি: সংগৃহীত
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গত শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পাল্টাপাল্টি ধাওয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।
এই ঘটনায় শুধু রাজনৈতিক মহল নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও ক্ষোভ প্রকাশ করেছেন। সংগীতশিল্পী আসিফ আকবর তাদের একজন। শনিবার (৩০ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে তীব্র সমালোচনা করেন।
আসিফ তার পোস্টে লিখেছেন, “আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই।” যদিও তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে মন্তব্যের ঘরে অনেকেই মনে করছেন, এই বক্তব্য মূলত সরকারপক্ষের আইন উপদেষ্টাকে ঘিরেই করা হয়েছে।
উল্লেখ্য, নুরের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। সমালোচনার মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুলও। নেটিজেনরা মনে করছেন, সংগীতশিল্পীর সেই স্ট্যাটাস আসলে এই প্রেক্ষাপটেই দেওয়া হয়েছে।
আসিফের পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। মাত্র ৭ ঘণ্টায় স্ট্যাটাসটিতে এক লাখের বেশি প্রতিক্রিয়া পড়েছে এবং ছয় হাজারেরও বেশি মন্তব্য এসেছে। অনেকেই শেয়ার করেছেন তার লেখাটি, যা এখনো সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার রাতে নুরুল হক নুরের ওপর হামলার পর ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তার মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত। নাক ফেটে যায় এবং তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন, তবে চিকিৎসকরা জানিয়েছেন তার জ্ঞান ফিরেছে এবং শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।