কেটি-ট্রুডোর ভিডিও ভাইরাল-নতুন সম্পর্কের গুঞ্জন

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
৩০ জুলাই, ২০২৫ এ ৯:০৯ এএম
মার্কিন পপ তারকা কেটি পেরি ও  কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত

মার্কিন পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : সংগৃহীত

মার্কিন পপ তারকা কেটি পেরি তার ব্যক্তিগত জীবন নিয়ে নিয়মিতই আলোচনায় থাকেন। এবার কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তার একটি ডিনার ভিডিও ভাইরাল হয়েছে, যা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, মন্ট্রিয়লের বিলাসবহুল রেস্টুরেন্ট 'লে ভায়োলিনে' তারা একসঙ্গে রাতের খাবার উপভোগ করছেন। টিএমজেডে প্রকাশিত ভিডিও অনুযায়ী, কেটি পেরিকে ট্রুডোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে এবং দুজনেই পুরোপুরি মুহূর্তটি উপভোগ করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়েছে, তারা ককটেল, লবস্টারসহ নানা পদ অর্ডার করেন এবং নিরাপত্তা ব্যবস্থাও ছিল কড়া। রেস্টুরেন্টের শেফ পর্যন্ত এসে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। খাবার শেষে কেটি ও ট্রুডো রান্নাঘরে গিয়ে কর্মীদের ধন্যবাদ জানান।

বর্তমানে কেটি পেরি কানাডায় তার কনসার্ট সফরে রয়েছেন এবং অটোয়াতেও তার পারফর্ম করার কথা রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি সম্প্রতি অরল্যান্ডো ব্লুমের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

অন্যদিকে, জাস্টিন ট্রুডো ২০২৩ সালে স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে আলাদা হয়ে যান। তাদের তিন সন্তান রয়েছে। এখন কেটি ও ট্রুডো দুজনেই একক জীবন কাটাচ্ছেন—যা এই গুঞ্জনের পেছনে বড় কারণ হতে পারে বলে মনে করছেন নেটিজেনরা।