কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে ক্ষুব্ধ পরীমনি

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
১৮ আগস্ট, ২০২৫ এ ৫:২২ এএম
ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি । ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি । ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় আলোচনায় থাকেন। এক সময় তার জন্মদিন উদযাপন নিয়ে যেমন ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল, এবার সন্তানদের জন্মদিনের অনুষ্ঠান নিয়ে কন্টেন্ট ক্রিয়েটরদের ওপর ক্ষুব্ধ হয়েছেন তিনি।

অভিনেত্রী আগে জানিয়েছিলেন, ব্যক্তিগত জন্মদিন আর জাঁকজমকভাবে পালন করবেন না, বরং সন্তানের জন্মদিনকেই গুরুত্ব দেবেন। সেই অনুযায়ী গত ১০ আগস্ট ছেলের তৃতীয় জন্মদিন নীরব ও পারিবারিকভাবে উদযাপন করেন তিনি। তবে কয়েকদিন পরই লক্ষ্য করেন, ব্যক্তিগত ওই অনুষ্ঠানের ভিডিও ও ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে পরীমনি লিখেছেন, তার নিকটজন ভেবে যাদের ডেকেছেন, তাদের কেউ কেউ অনুষ্ঠানের ভিডিও ও ছবি বাণিজ্যিক কনটেন্টে রূপান্তর করেছেন। অথচ তিনি নিজে সন্তানের জন্মদিনের একটি ছবিও পোস্ট করেননি। অভিনেত্রীর অভিযোগ, প্রকৃত পরিবার ও কাছের মানুষদের কেউ এমনটা করেননি, বরং কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর তার ব্যক্তিগত আনন্দকে ব্যবসার হাতিয়ার বানিয়েছেন।

গত মাসেই পরীমনি স্পষ্টভাবে জানিয়েছিলেন, তার সন্তানরা কোনো ব্যবসায়িক উপাদান নয় এবং তাদের নিয়ে কনটেন্ট বানানো বন্ধ করা উচিত। কিন্তু নিজের পারিবারিক অনুষ্ঠানেও তা রোধ করতে না পারায় তিনি গভীর হতাশা প্রকাশ করেন।

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, যারা অনুষ্ঠানে এসে ব্যক্তিগত মুহূর্তকে সামাজিক মাধ্যমে প্রকাশ করে, তারা আসলে ভিখারির মতো কিছু অর্থ কামাতে চায়। এমন মানুষদের সামনে পেলে তিনি সরাসরি মারধর করবেন বলে হুঁশিয়ারি দেন পরীমনি। তার ভাষায়, সন্তানরা কখনোই ব্যবসার অংশ নয়, তাই ব্যক্তিগত জীবনের গোপনীয়তা নষ্টকারীদের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নেবেন।