আইয়ুব বাচ্চুর জন্মদিনে গিটারিস্ট অনি হাসানের আবেগঘন বার্তা

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
১৭ আগস্ট, ২০২৫ এ ৫:১৮ এএম
বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু ও গিটারিস্ট অনি হাসান । ছবি : সংগৃহীত

বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু ও গিটারিস্ট অনি হাসান । ছবি : সংগৃহীত

বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর আজ জন্মদিন। বাংলার ব্যান্ডসংগীতের এই মহাতারকার নাম শুনলেই ভেসে ওঠে অসংখ্য সুর, স্মৃতি আর আবেগের প্রতিধ্বনি। বিশেষ এই দিনে তাঁকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন দেশের জনপ্রিয় তরুণ গিটারিস্ট অনি হাসান।

সম্প্রতি দেশের সংগীতাঙ্গনে নতুন ইতিহাস গড়েছেন অনি হাসান। প্রথমবারের মতো একজন গিটারিস্ট হিসেবে বাংলাদেশে একক কনসার্ট আয়োজন করেছেন তিনি। দেশের সংগীতজগতে এই কৃতিত্ব তাঁর নামের সঙ্গে চিরকাল যুক্ত হয়ে থাকবে। তবে এই আয়োজনকে কেবল ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না অনি। এটি আসলে ছিল আইয়ুব বাচ্চুর এক সুদীর্ঘ স্বপ্নের প্রতিফলন। জীবদ্দশায় তিনি প্রায়ই বলতেন—একদিন বাংলাদেশেও গিটারিস্টদের একক কনসার্ট হবে। সেই স্বপ্ন যেন ধীরে ধীরে পূরণ হচ্ছে অনির হাত ধরে।

এই উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আইয়ুব বাচ্চুকে স্মরণ করে অনি লেখেন, "শুভ জন্মদিন আইয়ুব বাচ্চু ভাই। কিছুদিন আগে আমার প্রথম সোলো কনসার্ট করলাম। আপনার স্বপ্ন ছিল, বাংলাদেশে একদিন গিটারিস্টদের একক শো হবে। হয়তো সেই স্বপ্ন এখন পূরণ হচ্ছে। আপনি থাকলে আমার পাশে দাঁড়িয়ে সেই সমর্থন দিতেন, যা অন্য কেউ দিতে পারত না। ভালো থাকবেন ওপারে।”

অনি হাসান বাংলাদেশের রক ও ব্যান্ডসংগীতের এক উজ্জ্বল মুখ। নতুন প্রজন্মের মধ্যে গিটার বাজানোকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তাঁর অবদান অনস্বীকার্য। আইয়ুব বাচ্চুর সান্নিধ্য ও স্নেহ তিনি পেয়েছিলেন জীবনের গুরুত্বপূর্ণ সময়ে। সেই সম্পর্কই তাঁকে বারবার অনুপ্রেরণা দিয়েছে নতুন পথচলায়।

আজ আইয়ুব বাচ্চু শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্বপ্ন এখনো বেঁচে আছে। তাঁর সুর প্রতিটি তারে প্রতিধ্বনিত হয়। অনি হাসানের একক কনসার্ট যেন সেই স্বপ্নেরই জীবন্ত প্রতিফলন, যা প্রমাণ করে আইয়ুব বাচ্চুর প্রভাব এখনো অনুরণিত হচ্ছে বাংলার ব্যান্ডসংগীতে।