যুক্তরাষ্ট্রে গুরু জেমসের সঙ্গে স্মরণীয় আড্ডা নিয়ে যা বললেন জায়েদ খান


জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী জেমস ও জায়েদ খান। ছবি সংগৃহীত
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আর দেশে ফেরেননি। বর্তমানে তিনি সেখানেই বিভিন্ন স্টেজ শো ও সাংস্কৃতিক আয়োজনে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন তিনি। পুরো অনুষ্ঠানজুড়ে ছিলেন বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড তারকা জেমসের সঙ্গে। সেই বিশেষ মুহূর্তের অভিজ্ঞতা নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন জায়েদ খান মিশিগানের এই শো যেমন উপভোগ করেছেন জেমস, তেমনি স্থানীয় প্রবাসী বাঙালিরাও উপভোগ করেছেন উচ্ছ্বাসের সঙ্গে। আয়োজনে অংশ নিয়েছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী রিজিয়া পারভিন ও ঢাকাই সিনেমার নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।
জেমস সম্পর্কে জায়েদ খান লিখেছেন, “আপনার সঙ্গে আড্ডা দিতে গিয়ে সময় যে কখন কেটে যায় বুঝতেই পারি না। আপনার স্নেহ, আদর ও শাসন আমাকে গভীরভাবে স্পর্শ করে। আল্লাহ আপনাকে সবসময় সুস্থ ও ভালো রাখুন—এই প্রার্থনা করি।”
শো-আয়োজক শুভ কামাল জানান, জেমসও জায়েদ খানকে ভীষণ পছন্দ করেন। এমনকি মজা করে তিনি জানতে চেয়েছেন, জায়েদ খানের হাফ প্যান্ট ও গেঞ্জি কোথা থেকে কেনা। শুভ কামাল যোগ করেন, “জায়েদ ভাই থাকলে যে কোনো আড্ডাই জমে ওঠে। গুরু জেমসও তাঁর সঙ্গে চুটিয়ে আড্ডা দিয়েছেন।”
জায়েদ খান পরে আয়োজককে বলেন, “গুরু আমাকে যেভাবে আদর করেন, তেমন আপনভাবে আর কোনো শিল্পীর সঙ্গে তাঁর কথা বলতে দেখিনি।”