মা হওয়ার সুখবর দিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:৪০ এএম
ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফ – মা হওয়ার সুখবর জানালেন ইনস্টাগ্রামে। ছবি :সংগৃহীত

ভিকি কৌশলের সঙ্গে ক্যাটরিনা কাইফ – মা হওয়ার সুখবর জানালেন ইনস্টাগ্রামে। ছবি :সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবার মা হতে চলেছেন। স্বামী ভিকি কৌশলের সঙ্গে তাদের সংসারে আসছে প্রথম সন্তান। ভক্তদের জন্য এ সুখবরটি জানিয়েছেন ক্যাটরিনা নিজেই।

রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভিকির সঙ্গে এক যৌথ বার্তায় ক্যাটরিনা লিখেছেন, “আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করতে যাচ্ছি। হৃদয় ভরা আনন্দ ও কৃতজ্ঞতা নিয়ে আমরা এ সুখবর শেয়ার করছি।”

এ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীরা অভিনন্দন জানাতে শুরু করেছেন। বলিউডের এই তারকা জুটির পোস্টের নিচে ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যা বইছে। বিয়ের পর থেকেই তাদের সন্তান আগমনের খবর নিয়ে ভক্তদের মধ্যে ছিল জল্পনা। অবশেষে সেই প্রত্যাশার অবসান ঘটল।

উল্লেখ্য, ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের ঐতিহাসিক সিক্স সেন্সেস ফোর্টে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে তাদের একসঙ্গে কাটানো নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আসছিলেন তারা। এবার জীবনের সবচেয়ে বড় সুখবর দিয়ে আবারও মন জয় করলেন বলিউডপ্রেমীদের।

ক্যাটরিনা ও ভিকির পরিবারে নতুন অতিথির আগমনের অপেক্ষায় এখন ভক্ত ও শুভানুধ্যায়ীরা।