মক্কায় ওমরাহ শেষে আবেগী বার্তা দিলেন মুশফিক

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
১২ অক্টোবর, ২০২৫ এ ৩:৪২ এএম
পবিত্র কাবা শরিফের সামনে ইহরামের পোশাকে মুশফিক আর ফারহান। ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরিফের সামনে ইহরামের পোশাকে মুশফিক আর ফারহান। ছবি: সংগৃহীত

বিনোদন জগতের জনপ্রিয় ছোটপর্দার অভিনেতা মুশফিক আর ফারহান সম্প্রতি ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে গিয়েছেন। বহুমাত্রিক চরিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থান করে নেওয়া এ অভিনেতা বর্তমানে অবস্থান করছেন মক্কায়। নিয়মিত অভিনয়ের ব্যস্ততার মাঝেও নিজেকে আত্মিকভাবে পরিপূর্ণ করতে এই আধ্যাত্মিক সফরে গেছেন তিনি।

মক্কায় প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা হলে অনেকেই মুশফিকের সঙ্গে ছবি তুলেছেন। হাসিমুখে সবার সঙ্গে ছবি তুলে তিনি ভক্তদের হৃদয় জয় করেছেন। এই মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তরা আনন্দে মেতে উঠেছেন।

জানা গেছে, চলতি মাসের শেষ সপ্তাহেই দেশে ফিরবেন মুশফিক আর ফারহান। দেশে ফিরে নতুন একটি নাটকের শুটিংয়েও অংশ নেবেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে মুশফিক একটি ভিডিওবার্তা শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, তিনি ইহরামের সাদা পোশাক পরে পবিত্র কাবা শরিফের সামনে বসে আছেন। আবেগভরা কণ্ঠে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার কাবা শরিফের সামনে এসে কালো পাথরে চুমু দিতে পেরেছি। এটি আল্লাহর অশেষ রহমত। এর চেয়ে বড় পাওয়া জীবনে আর কিছু নেই। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ যেন সবাইকে এই স্থানে আসার তাওফিক দান করেন।”

ভিডিওটি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্ত ও অনুরাগীরা তাকে অভিনন্দন জানিয়ে দোয়া ও ভালোবাসা জানাচ্ছেন মন্তব্যে।