চিত্রনাট্যকার মোদি পরিবারের বধূ হতে চলেছেন শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেষ্ক
বিনোদন ডেষ্ক
১৪ জানুয়ারী, ২০২৬ এ ৬:২৪ এএম
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বিয়ের প্রস্তুতি নিচ্ছেন—এমন জল্পনা এখন কার্যত বাস্তবের দোরগোড়ায়। দীর্ঘদিনের প্রেমিক, বলিউড চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে ২০২৬ সালে বিয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যম ও বলিউড ঘনিষ্ঠ সূত্রের দাবি, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরই মোদি পরিবারের সদস্য হতে পারেন ‘আশিকি’ খ্যাত এই অভিনেত্রী।

বলিউডে ফের বিয়ের আবহ তৈরি হয়েছে। সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর এবার সেই তালিকায় নাম লেখাতে পারেন শ্রদ্ধা কাপুর। বেশ কিছুদিন ধরেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন চলছিল। সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহে সেই জল্পনা আরও জোরালো হয়েছে।

চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধা কাপুরের সম্পর্ক বলিপাড়ায় ওপেন সিক্রেট বলেই পরিচিত। কফিশপে একান্ত সময় কাটানো থেকে শুরু করে ডিনার ডেট কিংবা শিল্পপতি আম্বানি পরিবারের উচ্চপ্রোফাইল অনুষ্ঠানে—বিভিন্ন সময়ে একসঙ্গেই দেখা গেছে এই জুটিকে।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত শ্রদ্ধা। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি সংক্ষেপে বলেন, “আমি বিয়ে করছি।” তার এই মন্তব্যের পর থেকেই ভক্ত ও অনুরাগীদের মধ্যে বিয়ের খবর ঘিরে আলোচনা তুঙ্গে ওঠে।

শ্রদ্ধার সম্ভাব্য জীবনসঙ্গী রাহুল মোদি ক্যামেরার সামনে না থাকলেও বলিউডে তার পরিচিতি যথেষ্ট। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো সফল সিনেমায় সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করেছেন।

সূত্রের দাবি, তারকাদের পছন্দের তালিকা অনুসরণ করে রাজস্থানেই বিয়ের আয়োজন করতে পারেন শ্রদ্ধা। উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে ঘরোয়া ও সম্পূর্ণ ঐতিহ্যবাহী রীতিতে বিয়ের পরিকল্পনা চলছে। অনুষ্ঠানে থাকবেন শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।

যদিও এখনো পর্যন্ত শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বলিউডের ঘনিষ্ঠ মহলের মতে বিয়ের প্রস্তুতি নীরবেই শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।