রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের নাম পরিবর্তন

শিক্ষা বোর্ডের সিদ্ধান্তে নতুন পরিচয় ইটনা সরকারি কলেজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট, ২০২৫ এ ৬:২৮ এএম
রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের নতুন নাম ‘ইটনা সরকারি কলেজ’। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজের নতুন নাম ‘ইটনা সরকারি কলেজ’। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ জেলার দুটি সরকারি কলেজের নাম পরিবর্তন করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গৃহীত এই সিদ্ধান্ত সম্প্রতি কার্যকর করা হয়েছে।

বোর্ডের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইটনা উপজেলার ‘রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ’-এর নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘ইটনা সরকারি কলেজ’। নতুন নামের ইংরেজি রূপ হলো ITNA GOVT. COLLEGE (EIIN-110345), ITNA, KISHOREGONJ। এই পরিবর্তনের নির্দেশ দিয়ে কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হকের স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট সকল নথি, রেকর্ড এবং আনুষ্ঠানিক কাগজপত্রে নতুন নাম ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, ভৈরব উপজেলার ‘সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভৈরব সরকারি মহিলা কলেজ’। এর ইংরেজি রূপ BHAIRAB GOVT. MOHILA COLLEGE (EIIN-110289), BHAIRAB, KISHOREGONJ

শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০০০.০৬৯.৯৯.০০০২.১৯.৯২৯, তারিখ ২৮ জুলাই ২০২৫-এর ভিত্তিতে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। শিক্ষা বোর্ড জানিয়েছে, এই পরিবর্তন প্রশাসনিক প্রক্রিয়াকে সহজতর করবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয় আরও সুস্পষ্ট করবে।

এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে সরকারি নথি, বোর্ড রেকর্ড, পরীক্ষা সনদপত্র এবং সব ধরনের প্রশাসনিক ও শিক্ষাগত কাগজপত্রে নতুন নাম ব্যবহৃত হবে। স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি অনেকে আশা প্রকাশ করেছেন যে, নতুন নাম শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম ও মর্যাদা বৃদ্ধিতে সহায়ক হবে।