এসএসসির ফল প্রকাশ আজ, যে পদ্বতিতে জানা যাবে এসএসসির রেজাল্ট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১০ জুলাই, ২০২৫ এ ১:২০ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

 

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার (১০ জুলাই)। ফল প্রকাশিত হওয়ার পর দুপুর ২টা থেকে একযোগে অনলাইনে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা তাদের ফল জানতে পারবে।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এক বিজ্ঞপ্তিতে ফল দেখার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানান।

ফল জানার তিনটি পদ্ধতি:

১. প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল (প্রধানদের জন্য):
ঢাকা শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট **(www.dhakaeducationboard.gov.bd)**-এ গিয়ে ‘রেজাল্ট কর্নার’-এ ক্লিক করে প্রতিষ্ঠান প্রধানরা EIIN নম্বর ব্যবহার করে তাদের প্রতিষ্ঠানের ফলাফল ডাউনলোড করতে পারবেন।

২. শিক্ষার্থীর ব্যক্তিগত ফলাফল (অনলাইন):
শিক্ষার্থীরা **শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd)**-এ গিয়ে রোল নম্বররেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নিজেদের ফল জানতে পারবে।

৩. মোবাইলে এসএমএস:
যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে নিম্নরূপভাবে SMS পাঠিয়ে ফল জানা যাবে:

SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <সাল> পাঠাতে হবে 16222 নম্বরে

উদাহরণ:
SSC Dha 123456 2025 → পাঠাতে হবে ১৬২২২ নম্বরে

ফল প্রকাশ ও কেন্দ্রের দায়িত্ব

ফল প্রকাশের সঙ্গে সঙ্গে কেন্দ্র সচিব এবং প্রতিষ্ঠান প্রধানরা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করবেন এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জানিয়ে দেবেন।

পরীক্ষায় অংশগ্রহণ

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন পরীক্ষার্থী।
এর মধ্যে:

  • ছাত্র: ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন

  • ছাত্রী: ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন

এই শিক্ষার্থীরা ১৮ হাজার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার ২৯১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

 

আজকেরররর প্রথা/এআরএম