ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ কমিটি গঠন


ঢাবির আবাসিক হল ও একাডেমিক ভবনের কারিগরি নিরীক্ষায় নতুন কমিটি। ছবি: সংগৃহীত
সাম্প্রতিক ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও একাডেমিক ভবনসমূহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি পদক্ষেপ নিয়েছে। ভবনগুলোর ক্ষয়ক্ষতি নিরূপণ ও কারিগরি ঝুঁকি মূল্যায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীকে সভাপতি করে সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের পরিপূর্ণ কারিগরি পরিদর্শন ও ঝুঁকি বিশ্লেষণ সংক্রান্ত এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন। উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেন।
সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটির অধীনে চারটি পৃথক সাব-কমিটি গঠন করা হয়েছে, যা বুয়েটের অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বয়ে পরিচালিত হবে। এসব কমিটি দ্রুততম সময়ের মধ্যে আবাসিক হল ও ভবনসমূহ সরেজমিনে পরিদর্শন করে কারিগরি নিরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, পরিদর্শন শেষে কারিগরি মূল্যায়ন প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরে সংরক্ষিত থাকবে।
প্রতিবেদনে কোনো ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুতই বিকল্প স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়। পাশাপাশি ভবনগুলোর টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেওয়া হবে বলে জানান সভায় অংশগ্রহণকারী সদস্যরা।
সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটিতে কোষাধ্যক্ষ ছাড়াও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভিন্ন আবাসিক হলের প্রাধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক, প্রধান প্রকৌশলী, হিসাব পরিচালক এবং ডাকসুর ভিপি বা তাঁর প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিরাজুল হুদা কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। চারটি সাব-কমিটি সংশ্লিষ্ট হলসমূহের দায়িত্ব বণ্টন করে নিরীক্ষণ কার্যক্রম পরিচালনা করবে।










