শিক্ষা মন্ত্রণালয়

আনুষ্ঠানিকতা থাকছে না : এসএসসির ফল প্রকাশ ১০ জুলাই বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৯ জুলাই, ২০২৫ এ ১১:৪৯ এএম
ছবি : আজকের প্রথা গ্রাফিক্স

ছবি : আজকের প্রথা গ্রাফিক্স

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল দুই মাসেরও কম সময়ে প্রকাশিত হচ্ছে। এবার ফল ঘোষণায় কোনো ধরনের বাড়তি আনুষ্ঠানিকতা বা কেন্দ্রীয় অনুষ্ঠান থাকছে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সিআর আবরার

বুধবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. আবরার বলেন, “দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ফলাফল প্রকাশ করবে। ফলে আগের মতো ফলাফল হস্তান্তর উপলক্ষে কোনো কেন্দ্রীয় অনুষ্ঠান আয়োজন করা হবে না।”

তিনি আরও জানান, ফলাফল প্রকাশের তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে এবং শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট ও মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।

উল্লেখ্য, চলতি বছর ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশে ১৯ লাখেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতো অল্প সময়ে এই বিপুলসংখ্যক পরীক্ষার্থীর ফলাফল প্রস্তুত করতে পারায় শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব বোর্ডের প্রতি সন্তোষ প্রকাশ করেছে।

 

আজকের প্রথা/এআরএলম