মধুপুরে বৃত্তির সাথে গাছের চারা বিতরণ আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের


ছবি: আজকের প্রথা
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং ঝরে পড়া রোধে স্বেচ্ছাসেবী সংগঠন আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের বৃত্তি প্রদানের সাথে এবার যুক্ত হয়েছে বৃক্ষের চারা বিতরণ।
শনিবার (৫ জুলাই) সকালে অনুষ্ঠিত এবারের বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃক্ষের চারা তুলে দিয়ে সংগঠনটি প্রশংসিত হয়েছে। মধুপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বৃত্তি প্রদান ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মনিরুজ্জামান শহীদ। প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন।
শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কোমলমতি শিশুদের মাঝে প্রতিষ্ঠানটির বৃত্তি প্রদান কার্যক্রম বেশ কয়েক বছর ধরে অব্যাহত রয়েছে। বছর শেষে ক্লাস পরীক্ষার পর বিভিন্ন শ্রেণির শিশুদের মাঝে স্বতন্ত্র পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে বৃত্তি দেওয়া হয়। মেধার স্বীকৃতি হিসেবে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করে উৎসাহিত করা হয়।
মধুপুর পৌর এলাকার আকাশী গ্রামের উদ্যমী তরুণরা গঠন করায় ক্লাবটির নাম রাখা হয়েছে ‘আকাশী গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব’। স্থানীয়দের বই পড়ার সুযোগ, সাংস্কৃতিক উন্নয়ন কার্যক্রম, অসহায়দের সহযোগিতা, বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদানসহ বহুমাত্রিক জনকল্যাণমূলক কাজে ক্লাবটি অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে। নিজস্ব ঘরেই চলে তাদের কার্যক্রম। এ বছর বৃত্তি প্রদানের সাথে মেধাবীদের হাতে পরিবেশবান্ধব গাছের চারা তুলে দিয়ে প্রশংসিত হয়েছে ক্লাবটি। বিভিন্ন ক্লাসের ১৬৫ জনকে এ বছর বৃত্তি প্রদান করেছে তারা।
আজকের প্রথা/এআর