এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ


এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত শিক্ষার্থীরা। ছবি সংগৃহীত
চলতি শিক্ষাবর্ষে এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুনের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। শিক্ষা বোর্ড সূত্র জানায়, জাতীয় নির্বাচন ও পবিত্র রমজান মাস বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। ইতোমধ্যে এসএসসি পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষ এবং এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ মার্চ থেকে।
এসএসসি ও সমমানের পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হলেও করোনা মহামারি ও পরবর্তী বিভিন্ন পরিস্থিতির কারণে সাম্প্রতিক বছরগুলোতে নির্ধারিত সূচি বজায় রাখা সম্ভব হয়নি। ফলে শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় নতুন করে নির্ধারণ করা হয়।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর জাতীয় নির্বাচন ও রমজান মাসের কারণে এসএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে এপ্রিলের শেষ সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত হয়। এরই মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি (টেস্ট) পরীক্ষা এবং ফরম পূরণের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রশ্নপত্র প্রস্তুতসহ অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতি চলছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানান, পরীক্ষাকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। মাঠ পর্যায় থেকে বিশেষ কোনো অনুরোধ এলে ফরম পূরণের সময়সীমা দু-এক দিন বাড়ানো হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনি আরও জানান, আগামী ১ মার্চ থেকে শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে। এক থেকে দুই সপ্তাহের মধ্যেই এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা আয়োজন সম্ভব হয়।
শিক্ষা বোর্ড আশা করছে, নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা গেলে শিক্ষাবর্ষের স্বাভাবিক ধারায় ফেরার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। পরীক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী থাকার পাশাপাশি বোর্ডের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।




