যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ জুলাই, ২০২৫ এ ৬:২০ এএম
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: গ্রাফিক্স

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা । ছবি: গ্রাফিক্স

পাল্টা শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আজ মঙ্গলবার (২৯ জুলাই) আলোচনায় বসবে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়। এই আলোচনায় অংশ নিতে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।

এই অন্তর্বর্তীকালীন প্রতিনিধিদলে আরও রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর)-এ আজ ও আগামীকাল (২৯ ও ৩০ জুলাই) সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় অনুযায়ী রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই আলোচনা চলবে।

এর আগে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, “শুল্ক ইস্যুতে ইউএসটিআরের সঙ্গে সভাটি অনলাইনে অথবা সরাসরি হতে পারে। তবে যেহেতু এটি দর-কষাকষির বিষয়, তাই আমরা চাই সশরীর বৈঠক হোক।”

প্রসঙ্গত, ২০২৫ সালের ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন। ৯ এপ্রিল তা তিন মাসের জন্য স্থগিত করা হয়। ৮ জুলাই ট্রাম্প পুনরায় ঘোষণা দেন, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হবে। বর্তমানে গড়ে ১৫ শতাংশ শুল্কহার থাকায় নতুন হার কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ৫০ শতাংশ।

ইতিমধ্যেই বাংলাদেশ সরকার এই ইস্যুতে ইউএসটিআরের সঙ্গে দুই দফা বৈঠক করেছে, এবং আজকের বৈঠক সেই আলোচনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ।


আজকের প্রথা/মেহেদি-হাসান