জুলাইয়ে দেশের মূল্যস্ফীতিতে ঊর্ধ্বগতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৭ আগস্ট, ২০২৫ এ ১০:১০ এএম
ছবি  সংগৃহীত

ছবি সংগৃহীত

গত জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সবশেষ তথ্যে দেখা গেছে, খাদ্য এবং খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতির হার বেড়েছে, যা জনসাধারণের জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিবিএস জানায়, জুলাই মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ, যা জুন মাসে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ। অর্থাৎ, মাসিক ভিত্তিতে মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ০৭ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতিও বেড়ে জুলাইয়ে হয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশ, যা গত জুন মাসে ছিল ৭ দশমিক ৩৯ শতাংশ। এক মাসের ব্যবধানে এই হার বেড়েছে শূন্য দশমিক ১৭ শতাংশ।

খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির ক্ষেত্রেও সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। জুন মাসে এই হার ছিল ৯ দশমিক ৩৭ শতাংশ, যা জুলাই মাসে বেড়ে হয়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ। অর্থাৎ, শূন্য দশমিক ০১ শতাংশের ঊর্ধ্বগতি দেখা গেছে। আঞ্চলিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৫৫ শতাংশ, যেখানে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৩৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৭৩ শতাংশ। শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৯৫ শতাংশ, এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৮ দশমিক ০৪ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৫৫ শতাংশ।

এই তথ্যপ্রকাশের মাধ্যমে বোঝা যায়, দেশের অর্থনৈতিক চাপ এখনো অব্যাহত রয়েছে এবং নিত্যপণ্যের দামে নতুন করে চাপ তৈরি হতে পারে।