জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) ৭ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত


জাতীয় রাজস্ব বোর্ড ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর ও কামস বিভাগ থেকে সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখা করা হয়েছে। তাদের বিরুদ্ধে বদলির আদেশ অবজ্ঞা করে দাপ্তরিক কাজে অবজ্ঞাসূচক আচরণের অভিযোগ আনা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) এনবিআরের বোর্ড শাসন বিভাগের দ্বিতীয় সচিব উম্মে আয়মান কাশমীর স্বারিত চিঠির মাধ্যমে এই তথ্য জানা গেছে।
বরখা পাওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন:
-
কর অল-২ এর কর পরিদর্শক লোকমান হোসেন
-
কামস গোয়েন্দা ও তদ ইউনিট ঢাকার কর পরিদর্শক নাজমুল হাসান ও আব্দুল্লাহ আল মামুন
-
সহকারী রাজ কর্মকর্তা ছালেহা খাতুন সাথী ও রৌশনারা আক্তার
-
কর অল-১৪ এর ধান সহকারী বিএম সবুজ
-
কামস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা দক্ষিণ এর সিপাই সালেক খান।
বোর্ড শাসন বিভাগ থেকে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নোটিশ দেওয়া হয়েছে এবং শিগগিরই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, এনবিআরের সংস্কার আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে গতকাল আরও একজন, কর অল-১০ এর নিরাপত্তা কর্মকর্তা হরী মো. সেলিম মিয়াকে সাময়িক বরখা করা হয়েছে।
এর আগে ১৫ জুলাই মোট ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকেও একই অভিযোগে সাময়িক বরখা দেওয়া হয়েছিল, যার মধ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি অতিরিক্ত কমিশনার হাছান মুহদ তারেক রিকাবদার রয়েছেন।
এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবর রহমানের স্বাক্ষরিত জ্ঞাপনে বলা হয়েছে, দাপ্তরিক নির্দেশনা উপেক্ষা ও কর্তব্যে অবজ্ঞাসূচক আচরণের কারণে এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজকের প্রথা/এআর