হিলিতে বই পড়ার আগ্রহ বাড়াতে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন


বইমেলার উদ্বোধন। ছবি : সংগৃহীত
শিশু ও কিশোরদের বইপড়ার প্রতি আগ্রহ তৈরি করতে দিনাজপুরের হিলিতে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন করা হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে গতকাল বেলা ২টায় বাংলাহিলি পাইলট অ্যান্ড কলেজ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
তিনি বলেন, “বই মানুষের জ্ঞানার্জনের অন্যতম মাধ্যম। প্রতিদিন অন্তত একটি বই পড়ার অভ্যাস গড়ে তুললে জ্ঞান বৃদ্ধি পায়।” তিনি উপস্থিত সকলকে অন্তত একটি করে বই কেনার আহ্বান জানান। মেলার সময়সূচি অনুযায়ী প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।
এ মেলায় শিশু ও কিশোরদের জন্য বিভিন্ন শিক্ষামূলক ও বিনোদনমূলক বই প্রদর্শন করা হয়েছে। শিক্ষাবিদ, লেখক ও স্থানীয় পাঠকরা মেলায় অংশগ্রহণ করে বই নিয়ে আলোচনা ও পরামর্শ প্রদান করছেন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোক্তারা জানান, ভ্রাম্যমাণ বইমেলার মাধ্যমে শিশুদের মধ্যে বইপড়ার সংস্কৃতি বৃদ্ধি এবং শিক্ষার প্রতি আগ্রহ উদ্দীপিত করা সম্ভব হবে। এছাড়া মেলার সময় বিশেষ কর্মশালা ও সাহিত্য সংলাপের আয়োজন করা হয়েছে।
মেলা আগামী ২১ আগস্ট পর্যন্ত চলবে এবং স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ জনগণ এতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। এ ধরনের উদ্যোগ দেশের পাঠক সমাজকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।