মধুপুরে ফল ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
১৩ অক্টোবর, ২০২৫ এ ৩:১২ এএম
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে ছিনতাইয়ের ঘটনায় তদন্তে পুলিশ

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে ছিনতাইয়ের ঘটনায় তদন্তে পুলিশ

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চল এলাকা থেকে কালিহাতীর এক ফল ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।  মোটরসাইকেল আরোহী আট দু্ৃবৃর্ত্ত দেশীয়  অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে  এই  টাকা ছিনিয়ে নেয়। 

শনিবার (১১ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধুপুর উপজেলার টেলকী গায়রা মোড় এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। 
ছিনতাইয়ের শিকার ফল ব্যবসায়ী জাকির হোসেন কালিহাতী উপজেলার আটাবাড়ী গ্রামের সিরাজ আলীর ছেলে। এ ঘটনার পর রাতেই তিনি মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এজাহারে তিনি উল্লেখ করেন, বিভিন্ন জেলা ও উপজেলার  পাইকারি বাজারে বাকিতে ফল বিক্রি করেন তিনি। শনিবার সকাল ৮টা থেকে টাঙ্গাইল, শেরপুর ও জামালপুর জেলার বিভিন্ন বাজারের পাইকারদের কাছ থেকে বাকি মোট ২২ লাখ টাকা সংগ্রহ করেন।  জামালপুর ও মুক্তাগাছা হয়ে সিএনজি যোগে কালিহাতীর এলেঙ্গার উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে মধুপুরের বন এলাকার টেলকী গায়রা মোড়ে পৌঁছালে চারটি মোটরসাইকেলে করে আসা আটজন দুর্বৃত্ত সিএনজির পথরোধ করে।

তারা দাবি করে জাকিরের সিএনজিটি নাকি একটি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে এসেছে।ব্যবসায়ী ও চালক বিষয়টি অস্বীকার করলে তাদের মধ্যে দুইজন ধারালো অস্ত্র বের করে ভয়ভীতি প্রদর্শন করে ব্যাগে থাকা নগদ ২২ লাখ টাকা ব্যাগসহ ছিনিয়ে নেয়। জাকির জানান, তারা চারটি মোটরসাইকেলে ৮ জন ছিল। মুখোশ ছিল না। এ দিকে এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশে তোলপাড় শুরু হয়ে গেছে। জাকিরকে সাথে নিয়ে পুলিশ মাঠে কাজ করছে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির এ ঘটনায় থানায় মামলা হওয়ার  বিষয়টি নিশ্চিত  করেছেন।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, মামলার পর থেকে পুলিশসহ ডিবি টিমও মাঠে নেমেছে।  অল্প সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

তিনি আরও জানান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান রোববার সন্ধ্যায় ঘটনা স্থল পরিদর্শনে মধুপুর এসেছেন। তদন্ত কাজে পুলিশকে অধিক তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন ।