বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর শাখার পরিচিতি ও শপথ অনুষ্ঠান

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
২৪ আগস্ট, ২০২৫ এ ৩:০৭ এএম
বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর উপজেলার শাখার নব-গঠিক কার্যনির্বাহী পরিষদের শপথ ও পরিচিতি সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. জুবায়ের হোসেন

বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর উপজেলার শাখার নব-গঠিক কার্যনির্বাহী পরিষদের শপথ ও পরিচিতি সভায় বক্তব্য রাখছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. জুবায়ের হোসেন

বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর  উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ আগস্ট) বিকেলে মধুপুর উপজেলা শাখার পরিচিতি সভা ও শপথ পাঠ অনুষ্ঠানটি পৌর শহরের চাড়ালজানীর মেট্রো হসপিটাল মিলনায়তনে  অনুষ্ঠিত হয়।

মানবাধিকার কমিশন মধুপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার মোতালেব হোসেন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
অনুষ্ঠানটি উদ্বোধন ঘোষণা ও কমিটির সদস্যদের শপথ পাঠ করান “বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান ,মধুপুর থানার অফিসার ইনচার্জ মো. এমরানুল কবির, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.সজীব কান্তি পাল,বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল জেলা শাখার সহসভাপতি মো. ফজলুল হক, মধুপুর মেট্রো হসপিটালের চেয়ারম্যান ডা. মো. মোশাররফ হোসেন, মধুপুর ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিদ্দিক প্রমুখ।

বাংলাদেশ মানবাধিকার কমিশন মধুপুর  উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. নাজমুল হোসেন রনি'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন “বাংলাদেশ মানবাধিকার কমিশন" টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন। অনুষ্ঠানে  দুই বছরের জন্য মোট ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে ।