বাঁশখালীতে লবণ মাঠ দখল নিয়ে সংঘর্ষে আহত ৪

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
৭ অক্টোবর, ২০২৫ এ ৬:৩৭ এএম
চট্টগ্রামের বাঁশখালীতে লবণ মাঠ দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত চারজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে লবণ মাঠ দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত চারজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালীতে লবণ মাঠ ও চিংড়ি ঘের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত থেমে থেমে সরল ইউনিয়নের পশ্চিম সরল বেড়িবাঁধসংলগ্ন এলাকায় এই সংঘর্ষে দুই কিশোরসহ চারজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আহতদের প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুই কিশোরের পরিচয় এখনো জানা যায়নি। অন্য দুজন হলেন—আবু তাহের (৫৫) ও মো. রুবেল (২১)।

এলাকার স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে লবণ মাঠ ও চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে আবুল মনসুর গ্রুপ এবং কবির আহমদ গ্রুপের মধ্যে বিরোধ চলছে। এর আগে প্রভাব বিস্তার ও জমি দখল নিয়ে একাধিকবার সংঘর্ষ, এমনকি গোলাগুলির ঘটনাও ঘটেছে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌরভ দেব জানান, আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে বিরোধ অনেকদিনের। এর আগে বিষয়টি সমাধানে থানায় একাধিক বৈঠক করা হয়েছিল। সোমবার রাতেও সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।