পাকিস্তানি ট্যাগ আর কার্যকর নয়: মির্জা গালিব


বাম রাজনীতির ট্যাগিং ব্যর্থ বললেন মির্জা গালিব। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব মন্তব্য করেছেন, "পাকিস্তানি" ট্যাগ এদেশে আর কার্যকর নয়। মঙ্গলবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
সেই পোস্টে তিনি উল্লেখ করেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দশজন ছাত্র-ছাত্রী মিলে বামপন্থীদের একজনকে দেখলাম স্লোগান দিচ্ছেন—‘সাদিক কায়েম পাকিস্তানি।’ কী অবস্থা! হাসিনার ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে গিয়ে ‘পাকিস্তানি’ এক যুবকের ওপর ভরসা করতে হলো!”
তিনি আরও লেখেন, “এদেশের তরুণরা যখন মুসলিম আত্মপরিচয়ে ফিরছে, তখন বামরা তাদেরকে পাকিস্তানপন্থী বলে ট্যাগ করছে। কিন্তু তারা নিজেরাও জানে—এই ‘পাকিস্তানি’ ট্যাগ আর এদেশে কাজ করবে না। কিন্তু এই ট্যাগিং বাদে আর কোনো রাজনৈতিক কৌশল এরা শেখেনি কিংবা প্রয়োগ করেনি অনেকদিন ধরে। যেমনটি ঘটেছিল অতীতের ফ্যাসিবাদী শাসনামলে, যেখানে ‘হাসিনা রাজাকার’ বলা, ট্যাগিং ও খুন ছাড়া আর কিছুই তাদের রাজনীতিতে ছিল না।”
ড. মির্জা গালিবের এই মন্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে।