দাদিকে বাঁচিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে নাতনির মৃত্যু


ছবি : আজকের প্রথা
টাঙ্গাইলের মধুপুরে বৃদ্ধ দাদিকে বিদ্যুৎস্পৃষ্ঠ থেকে বাঁচাতে গিয়ে মারা গেছেন পপি খাতুন(২২) নামের এক নাতনি।
বৃহস্পতিবার দুপুরে মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র এলাকায় ঘটেছে এমন ঘটনা
নিহত পপি খাতুন ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী। তিনি দুই বছরের শিশু সন্তানের জননী।
প্রতিবেশী মারুফ হোসেন জানান,, দুপুরের দিকে বাড়ির উঠানের উপর দিয়ে বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে দাদি আয়মনা বেগম আটকে যান। তাকে রক্ষায এগিয়ে আসেন নাতনি পপি। দাদিকে বিদ্যুৎস্পৃষ্ট থেকে ছাড়িয়ে তিনি আটকে যান।
সেখান থেকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এই ঘটনার পর আবারো তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরেক স্বজন খাদিজা( ৩৭) নামের অপর নারী। আহত দুই নারী চিকিৎসাতে স্বাভাবিক হয়ে উঠেছেন।