তানভীর রাহী প্রকাশ করলেন তৌহিদ আফ্রিদির ভয়ংকর দিক

আজকের প্রথা প্রতিবেদন
আজকের প্রথা প্রতিবেদন
২৬ আগস্ট, ২০২৫ এ ৮:৪২ এএম
তানভীর রাহী ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি। ছবি : সংগৃহীত

তানভীর রাহী ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি। ছবি : সংগৃহীত

ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর তার নানা বিতর্কিত কর্মকাণ্ড একে একে সামনে এসেছে। তারই একসময় ঘনিষ্ঠ বন্ধু ও কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী সম্প্রতি এক সাক্ষাৎকারে আফ্রিদির ভিন্ন এক দিক তুলে ধরেছেন, যা রীতিমতো ভয়ানক।

সাক্ষাৎকারে তানভীর রাহী বলেন, তৌহিদ আফ্রিদি ক্যামেরার সামনে একরকম আচরণ করলেও, ক্যামেরার বাইরে তিনি পুরোপুরি উল্টো। তিনি বলেছেন, আফ্রিদি একজন ভয়ংকর মানুষ, ইউটিউব জগতে অনেকে তার সামনে ভয় পেতেন। রাহী আরও জানান, ছাত্র আন্দোলনের সময় আফ্রিদির আচরণ ছিল সহ্যের বাইরে। রাগ উঠলেই বেল্ট খুলে মারধর করত, যেন মানুষ নয়, পোষা জন্তু।

রাহী জানান, এই আচরণের মধ্য দিয়ে ধীরে ধীরে আফ্রিদির ‘ভয়ংকর’ দিকটি স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেন, “আমরা চাইছিলাম ওর মতো থাকব, আমাদের মতো চলব, কিন্তু আফ্রিদি কাউকেই ছাড়ত না। তার মধ্যে প্রতিশোধের আগুন সবসময় জ্বলে। এমন হিংসাত্মক মনোভাবের মানুষকে আল্লাহ কখনো ক্ষমা করেন না।”

গত ২৪ আগস্ট রাতে বরিশালের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হন তৌহিদ আফ্রিদি। তিনি যাত্রাবাড়ী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি হত্যা মামলার ১১ নম্বর আসামি। এই মামলায় প্রধান আসামি হিসেবে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় ও তৃতীয় নম্বরে আছেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন।

এ মামলায় ২২ নম্বর আসামি আফ্রিদির বাবা, মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী, যাকে ১৭ আগস্ট গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। এই ঘটনার পর থেকে আফ্রিদি ও তার পরিবার বিষয়ে নানা বিতর্ক ও সমালোচনা সমাজে ছড়িয়ে পড়েছে।