টঙ্গীতে নিখোঁজ তাসনিম জ্যোতির মরদেহ উদ্ধার ৩৬ ঘণ্টা পর


তাসনিম জ্যোতি । ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া তাসনিম সিদ্দিকী জ্যোতির মরদেহ অবশেষে ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে বাষ্পট্টি বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রোববার রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেট এলাকায় ভারী বৃষ্টির সময় রাস্তায় হাঁটার সময় খোলা একটি ম্যানহোলে পড়ে যান জ্যোতি। মুহূর্তেই পানির স্রোতে তলিয়ে যান তিনি। পরবর্তীতে রাতেই ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান শুরু হলেও সোমবার রাত পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।
জ্যোতি রাজধানীর মিরপুর ১০ নম্বর সেক্টরের বাসিন্দা ছিলেন এবং ‘মনি ট্রেডিং’ নামের একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলার মসজিদপাড়ায়।
উদ্ধার বিলম্ব হওয়ায় স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন এবং সোমবার সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় দুই ঘণ্টার ওই অবরোধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা অভিযোগ করেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ১২ ফুট প্রশস্ত ড্রেন সংকুচিত করে ৬ ফুটে নামিয়ে আনা হয়েছে, যার ফলে বৃষ্টির সময় প্রবল স্রোত তৈরি হয় এবং নিরাপত্তাহীন খোলা ম্যানহোলে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, ‘‘ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর এবং সম্পূর্ণভাবে পানিতে ডুবে ছিল। ডুবুরি দল মরদেহ উদ্ধার করে সকাল ৯টায়।’’
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান, ‘‘আমরা উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করেছি। এখন পরিস্থিতি স্বাভাবিক।’’
স্থানীয়দের দাবি, দ্রুত নিরাপদ চলাচলের ব্যবস্থা, ঢাকনাযুক্ত ম্যানহোল এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে।
এদিকে গাজীপুর সিটি করপোরেশন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। গাজীপুর সিটির সচিবকে প্রধান করে গঠিত এ কমিটি সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।