চুরির মামলার হাজিরার টাকা জোগাতে ফের চুরি-জনতার অভিযানে কিশোর ধরা

সিরাজগঞ্জ (জেলা) প্রতিনিধি
সিরাজগঞ্জ (জেলা) প্রতিনিধি
২৫ আগস্ট, ২০২৫ এ ৮:৪৪ এএম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে চুরির মামলার হাজিরার টাকা জোগাতে আবারও চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে এক কিশোর। সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিনোদপুর গ্রামের সানোয়ার হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে।

আটককৃত নয়ন ইসলাম (১৮) উপজেলার বস্তুল গ্রামের জিল্লুর রহমানের ছেলে। স্থানীয়রা জানায়, সানোয়ার হোসেনের বাড়িতে কেউ না থাকায় নয়ন গেটের তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন। সানোয়ার হোসেন বাড়ি ফেরার সময় বাইরের গেটের তালা খোলা এবং ভিতরে অদ্ভুত শব্দ লক্ষ্য করলে চিৎকার করতে থাকেন। তখন স্থানীয় জনতা ছুটে এসে নয়নকে পেছন থেকে ধাওয়া দিয়ে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে তাড়াশ থানার পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নয়ন ইসলাম পুলিশের কাছে দাবি করেন, আদালতে চুরির মামলার হাজিরা আছে। সেই হাজিরার টাকা জোগাড় করতেই তিনি আবারও চুরি করতে এসেছিলেন। ভুক্তভোগী সানোয়ার হোসেন জানিয়েছেন, তাকে আটক করার পর পুলিশে হস্তান্তর করা হয়েছে এবং কোনো নির্যাতন বা মারপিট করা হয়নি।

তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নয়নকে আটক করা হয়েছে। ভুক্তভোগীরা মামলা করলে তাকে আদালতে প্রেরণ করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের সক্রিয় ভূমিকা চুরি প্রতিরোধে গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছে। একই সঙ্গে বিষয়টি কিশোর অপরাধ এবং সামাজিক দায়িত্বের প্রশ্নও তোলেছে।