কুমিল্লায় স্বামীর সহায়তায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ-গ্রেপ্তার ৫

কুমিল্লা (জেলা) প্রতিনিধি
কুমিল্লা (জেলা) প্রতিনিধি
২৬ অক্টোবর, ২০২৫ এ ৫:৩০ এএম
কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর সহায়তায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বামীর সহায়তায় গৃহবধূ ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ভুক্তভোগী গৃহবধূ নিজে বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ পূর্বের রাতে আটককৃতদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে আদালতে পাঠায়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ভুক্তভোগীর স্বামী রাজু আহমেদ (২৬), বেলাল হোসেন (৩৫), হৃদয় (২৫), মহিন উদ্দিন (২৬) ও আবুল কালাম (৪৫)। তারা সবাই নোয়াখালীর বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং ইসলামিয়া ব্রিক ফিল্ডের শ্রমিক হিসেবে কাজ করতেন।

মামলার বর্ণনা অনুযায়ী, বিয়ের পর থেকেই রাজু মাদকাসক্ত হয়ে পড়ায় দাম্পত্য জীবনে অস্থিরতা দেখা দেয়। চলতি মাসের শুরুতে উভয় পরিবারের সমঝোতায় স্ত্রীকে পুনরায় নিয়ে আসেন রাজু। পরে ১৫ অক্টোবর কুমিল্লায় থাকার কথা বলে কৌশলে তাকে মিরশ্বানী এলাকার একটি ব্রিক ফিল্ডে নিয়ে যান এবং শ্রমিক বেলালের সহায়তায় একটি ঘরে রাখেন।

১৬ অক্টোবর রাত ১০টার দিকে স্বামী রাজুর উপস্থিতিতেই বেলাল প্রথমে ওই গৃহবধূকে ধর্ষণ করে এবং পরে তাকে জিম্মি করে রাখা হয়। এরপর ১৮ অক্টোবর রাতে শ্রমিক হৃদয় ও মহিন পালাক্রমে তাকে ধর্ষণ করে। ২০ অক্টোবর একইভাবে পুনরায় ধর্ষণের চেষ্টা হলে প্রতিবাদ করলে ভুক্তভোগীকে হুমকি ও মারধর করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন চৌধুরী জানান, শুক্রবার রাতে অভিযোগ পাওয়ামাত্রই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করে। মামলার পর শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।