মধুপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত

আরশেদ আলম (ভ্রাম্যমাণ) প্রতিনিধি
আরশেদ আলম (ভ্রাম্যমাণ) প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর, ২০২৫ এ ৯:৪৬ এএম
মধুপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। ছবি : আজকের প্রথা

মধুপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। ছবি : আজকের প্রথা

টাঙ্গাইলের মধুপুরে আলোচনা ও শোভাযাত্রার মধ্যদিয়ে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। 
টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি'র (সনাক) উদ্যোগে রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় এ কর্মসূচি পালিত হয়। বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “ডিজিটাল যুগ: পরিবেশ সংক্রান্ত তথ্যে অভিগম্যতা নিশ্চিতকরণ” দিবসের এই মূল প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা পর্বে সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুরের সভাপতি সাবেক অধ্যক্ষ মো.বজলুর রশিদ খান এতে সভাপতিত্ব করেন। 
বক্তব্য রাখেন- মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, তথ্য কর্মকর্তা স্বপ্না কর্মকার, সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তফা হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমি, আইসিটি কর্মকর্তা শেখ আব্রারুল হক শিমুল, ইউআরডিও-বিআরডিবি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ডিপিএইচই প্রতিনিধি ইমরান হোসেন, এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাজমুল হাসান।
বক্তারা বলেন, তথ্য অধিকার আইন-২০০৯ সঠিকভাবে বাস্তবায়িত হলে সুশাসন, জবাবদিহিতা ও জনঅংশগ্রহণ নিশ্চিত হবে। জনসচেতনতা ছাড়া এ আইন কার্যকর সম্ভব নয়। পরিবেশ ও উন্নয়ন বিষয়ক তথ্যের উন্মুক্ত প্রবাহ টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস দলনেতা হাবিবুর রহমান খান।  অনুষ্ঠান পরিচালনা করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর জিনিয়া গ্লোরিয়া ম্রং। 
তথ্য অধিকার আইনের বাস্তবায়নে করণীয় বিষয়ে ১৬ দফা সুপারিশ তুলে ধরা হয় ধারণাপত্রে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, ইয়েস সদস্য, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধিগণ।