শ্রীলঙ্কার মাঠে ইতিহাস, সিরিজ জয় উৎসর্গ শহীদদের প্রতি: লিটন দাস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই, ২০২৫ এ ৮:১৯ এএম
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ হারলেও পরের দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে প্রথমবারের মতো লঙ্কানদের মাটিতে সিরিজ জয়ের গৌরব অর্জন করল টাইগাররা।

এই ঐতিহাসিক জয়ের মুহূর্তে দল ও জাতির প্রতি দায়িত্বশীলতা দেখালেন অধিনায়ক লিটন দাস। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এখন যেহেতু জুলাই মাস, আজ ১৬ জুলাই, শহীদদের উদ্দেশ্যেই এই সিরিজটা আমরা উৎসর্গ করতে চাই।” তাঁর এই ঘোষণা জয়ের আনন্দকে আরো মহিমান্বিত করেছে।

বোলিংয়ে শেখ মেহেদীর দুর্দান্ত ছোবল

শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিক শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে তোলে ১৩২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন পাথুম নিশাঙ্কা। তবে বাংলাদেশি বোলারদের দাপটে বড় স্কোর গড়তে পারেনি লঙ্কানরা। বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন শেখ মেহেদী হাসান, যিনি ৪ উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিং লাইনআপকে ছিন্নভিন্ন করে দেন।

তামিম ঝড়ে জয়ের বন্দরে বাংলাদেশ

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল বাংলাদেশের ব্যাটিং। তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম অসাধারণ ব্যাটিং করেন। ৪৭ বলে ৭৩ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন মাত্র ১৬ ওভার ৩ বলে। ৮ উইকেট হাতে রেখেই ম্যাচ শেষ করে বাংলাদেশ।

‘এই জয় দলের পরিণতির প্রতিফলন’ — লিটন

সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, “দুই সিরিজই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাঠে ৩-০ তে সিরিজ জয় যেমন চ্যালেঞ্জিং ছিল, শ্রীলঙ্কাতেও জয় সহজ ছিল না। ওরা খুবই ব্যালান্সড দল। এই জয় আমাদের দলীয় পরিণতিরই প্রতিফলন।”

অধিনায়ক হিসেবে এটি ছিল লিটনের অন্যতম সফল নেতৃত্ব। তিনি আরও বলেন, “যে কোনো সিরিজ জয় অধিনায়কের জন্য আনন্দের। আমি মনে করি, দেশের সব ক্রিকেটভক্তই আনন্দিত। আমরা সবাই মিলে লড়েছি, এটা একক কারও অর্জন নয়।”

 

আজেকের প্রথা/এআর